১০ পয়েন্ট কাটা গেল জুভেন্তাসের

প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১৫ পয়েন্ট কেটে রাখার। পরে ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত স্পোর্টস গ্যারান্টি বোর্ড সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পুনরায় বিচারের আহ্বান জানান। কিন্তু শেষ পর্যন্ত শাস্তি এড়াতে পারেনি জুভেন্তাস। আগের সিদ্ধান্ত থেকে সরে আসলেও ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে তাদের।

দল-বদলে আর্থিক হিসাব-নিকাশে মিথ্যাচার করার কারণে এই শাস্তি পায় জুভেন্তাস। ১০ পয়েন্ট হারানোয় দলটি চলে গেল সেরা চারের বাইরে। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি শঙ্কা রয়েছে ইউরোপিয়ান যে কোনো প্রতিযোগিতায় জায়গা পাওয়ার। তার উপর আগের দিন তারা এম্পোলির কাছে হেরেছে ৪-১ গোলের ব্যবধানে।

বর্তমানে ৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট জুভেন্তাসের। রয়েছে পয়েন্ট টেবিলের সাত নম্বরে। ১০ পয়েন্ট কেটে না নিলে থাকতো ৬৯ পয়েন্ট। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকতো দলটি। তাতে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত ছিল তাদের। তবে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। নাটকীয় কিছু হলেই কেবল দেখা যেতে পারে ইউরোপিয়ান প্রতিযোগিতায়।

গত জানুয়ারিতে দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে নানা ধরণের মিথ্যাচার করায় ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয় তুরিনের ক্লাবটির। পরে এই শাস্তির বিরুদ্ধে আপীল করে তারা। গত এপ্রিলে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নতুন বিচারের আহ্বান জানায় ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত।

এছাড়া জুভেন্তাসের বর্তমান ও সাবেক মতো ১১ জন পরিচালকের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই শাস্তি বহাল রেখেছে এফআইজিসির আপিল আদালত। এই আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে গত নভেম্বরে দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন ক্লাবের সভাপতি আন্দ্রে আগনেল্লি ও সহসভাপতি পাভেল নেদভেদ।

 

Comments