মেসিকে অ্যাস্টন ভিলায় পেতে বেতন কমাবেন এমিলিয়ানো

লিওনেল মেসির মতো খেলোয়াড়কে দলে চায় না, এমন ক্লাব পৃথিবীতে নেই বললেই চলে। কিন্তু তাকে দলে টানার সামর্থ্য রয়েছে খুব কম ক্লাবেরই। সেখানে অ্যাস্টন ভিলার মতো ক্লাবের জন্য তো আরও কঠিন। তবে মেসি যদি যদি ভিলা পার্কে আসেন তাহলে নিজের বেতন কমাতে রাজী তার জাতীয় দলের সতীর্থ ও অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

মেসিকে পূর্ণতা এনে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন এমিলিয়ানো। বিশ্বকাপের ফাইনালের অন্তিম মুহূর্তে মহা গুরুত্বপূর্ণ সেভ, এরপর টাই-ব্রেকারে পেনাল্টি শট আটকে জয় নিশ্চিত করেছেন এই গোলরক্ষকই। তার সঙ্গে মেসির সম্পর্কটা তাই সতীর্থের থেকেও অনেক বেশি।

মেসিকে ভিলা পার্কে মহা আদরে রাখার লোভ দেখালেন এমিলিয়ানো। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'যদি তারা (পিএসজি সমর্থক) দুয়ো দেয়, তাহলে মেসিকে আমি অ্যাস্টন ভিলায় নিয়ে আসব। এখানে চলে আসো। আমরা তোমাকে খাওয়াব। এখানে আমি প্রতি সপ্তাহে রোস্ট করি। মানুষকে ছোট পতাকা তৈরি করে দেই। তাদের সঙ্গে খুব ভালো সময় কাটে।'

শুধু তাই নয়, মেসিকে দলে পেতে নিজের বেতন-ভাতাও কমিয়ে ফেলবেন বলে জানান এই গোলরক্ষক, 'আমি নিজের বেতন কমাব। তাকে পেতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।'

এদিকে মেসির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন থেমে নেই। প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন আর করছেন না বলেই সংবাদ ফরাসি গণমাধ্যমের। বার্সেলোনায় ফেরার গুঞ্জনও চড়া। যোগ দিতে পারেন সৌদি আরবের ক্লাব আল-হিলালে। এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিরও রয়েছে তালিকায়।

সাক্ষাৎকারে এমিলিয়ানো কথা বলেছেন সেই অবিশ্বাস্য সেভ নিয়েও, 'এমন সেভ আর কখনো হবে না। হয়তো এর চেয়ে ভালো হবে, তবে এটা জীবনের সঙ্গেই জড়িয়ে গেছে। এটা ছিল সেই মুহূর্ত যেখানে দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারতো। আমি যা উদ্ধার করতে পেরেছি। আমি পিছনে যাইনি, যেখানে থাকার কথা সেখানেই থাকলাম। আমি ২০০টি ভালো সেভ দিতে পারি, তবে এটা আমার জীবন বাঁচিয়েছে।'

'আমি বলতে পারি না, বিশ্বাসই করতে পারি না, কি সেভ দিয়েছি। যেটা বলতে পারি স্টেডিয়ামে সেদিন ৮০ শতাংশ মানুষই ছিল আর্জেন্টাইন সমর্থক, যখন বলটা ওতামেন্দির কাছে যায়, আর সে ওইটা আটকাতে পারেনি। তখন আমি একা হয়ে যাই। পুরো গ্যালারি দুই সেকেন্ডের জন্য নীরব হয়ে যায়। আমি ঘুমাতে গেলে এখনও স্টেডিয়ামের ওই নীরবতা অনুভব করতে পারি,' যোগ করেন এমিলিয়ানো।  

Comments

The Daily Star  | English

Bangladeshi migrants in Malaysia: Dhaka’s uphill battle to break syndicate chains

Now, as Malaysia prepares to begin fresh labour recruitments, opening the market to Bangladeshis and ensuring migrants' rights will figure high in the upcoming meetings.

13h ago