আনচেলেত্তিকে কোচ হিসেবে পেতে হাল ছাড়ছে না ব্রাজিল

Carlo Ancelotti

রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলেত্তির চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি। আগেভাগে চুক্তি ভাঙতে চান না আনচেলেত্তি। তবু এই ইতালিয়ানকে কোচ হিসেবে পেতে মরিয়া ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) সভাপতি এনালান্দো রদ্রিগুয়েজ। ব্রাজিলের আসন্ন ইউরোপ সফরে এমনকি রিয়াল সভাপতির সঙ্গেও এই ব্যাপারে আলাপ করতে চান তিনি।

গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর কোচের পদ থেকে সরে যান তিতে। এরপর কোন কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল। এই শূন্যতা পূরণে আনচেলেত্তি তাদের প্রথম পছন্দ। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে দেখা করে এই কথা জানাতে চান রদ্রিগুয়েজ।

মঙ্গলবার সিবিএফ প্রধান দপ্তরে এক সংবাদ সম্মেলনে রদ্রিগুয়েজ আবারও আনচেলত্তির কথাই বলেন,  'তিনি (আনচেলেত্তি) আমাদের প্ল্যান 'এ' তে আছেন। ইউরোপ সফরে এই ব্যাপারটি পরিষ্কার হওয়ার যাবে।

ইউরোপ সফরে ১৭ জুন গিনি বিপক্ষে স্পেনে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।  ২০ জুন পর্তুগালের রাজধানী লিসবনে সেনেগালের বিপক্ষে নামবে সেলেসাওরা।

এই সফরেই কোচের বিষয়টি নিয়ে কথা এগুতে চান সিবিএফ সভাপতি, 'এই সফর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। (আগামী কোচ নির্ধারণে)। আমি আনচেলেত্তি ও রিয়াল সভাপতির সঙ্গে কথা বলতে চাই। এরপরই বোঝা যাবে ব্যাপারটা ঘটবে কিনা।'

২০২৪ সালের আগে চুক্তি অঙ্গ করলে ক্ষতিপূরণ শর্ত আছে। তবে ব্রাজিল ফুটবলের বড় কর্তা মনে করছেন এটা বড় কোন ইস্যু হবে না, 'জরিমানার বিষয়টি ইস্যু না। সমস্যা হচ্ছে কোন পক্ষই চুক্তি ভাঙতে চাইছে না। আমরা একটা সমাধান বের করতে চাইব বাস্তবতার নিরিখে'

গত মাসে, ব্রাজিলের যাওয়ার গুঞ্জন উড়িয়ে রিয়ালে চুক্তির শেষ বছরটাকে সম্মান দেওয়ার কথা জানান আনচেলেত্তি।

তিতের বিদায়ের পর কোচবিহীন থাকা ব্রাজিল ঐতিহ্য ভেঙে বিদেশি কোচ নিতে চাইছে। আপাতত অনূর্ধ্ব-২০ দলের কোচ রেমন মেনডেজ পালন করছেন আপতকালীন দায়িত্ব। তার অধীনে মরক্কোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল গিনি ও সেনেগালের বিপক্ষেও খেলবে।

Comments

The Daily Star  | English

Bangladesh lost over Tk 226,000cr for tax evasion: CPD

CPD estimated that around 50 percent of this amount has been lost to corporate tax evasion.

2h ago