মেসির মায়ামিকে বেছে নেওয়াকে সঠিক বললেন গার্দিওলা
বছর জুড়েই বার্সেলোনায় ফেরার গুঞ্জন ছিল চড়া। সৌদি আরবের প্রো লিগের চুক্তি হয়ে গছে বলেও গুঞ্জন ছিল ফুটবল মহলে। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে মেজর সকার লিগের (এমএসএল) ক্লাব ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন লিওনেল মেসি। সাবেক শিষ্যর এই সিদ্ধান্তটা সম্পূর্ণ সঠিক বলেই মনে করেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।
গত ৮ জুন দুটি স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত ও মুন্দো দিপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ ক্লাব হিসেবে মায়ামিকে বেছে নেওয়ার কথা জানান মেসি, 'আমি মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনও চুক্তির সব কাজ সারতে পারিনি। এখনও কিছু বিষয় বাকি আছে। তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
মেসির এই সিদ্ধান্তের পর থেকেই আলোচনায় আমেরিকার ফুটবল। বিশেষ করে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলে যোগ দেওয়ার বিষয় নিয়েই বিস্তর চর্চা। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এমএলএসে সে অর্থে কখনোই লড়াই করতে পারেনি। মেসির যোগদানে কতোটুকু বদলাবে তাদের ভাগ্য তাতে সন্দিহান অনেকেই। একই সঙ্গে মেসির ভবিষ্যৎ নিয়েও।
তবে মেসির সিদ্ধান্তকে সঠিক মনে করছেন তার সাবেক কোচ গার্দিওলা, 'আমি এই পরিস্থিতি সম্পর্কে খুব একটা জানি না, আপনারা আমার চেয়ে বেশি জানেন। যদি শেষ পর্যন্ত লিও যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আমি নিশ্চিত সে ভালো করবে এবং এটাই তার জন্য সেরা সিদ্ধান্ত। আমি ভিতরের গুঞ্জন এড়িয়ে চলি এবং সেখানে টাকাও ভালো, আমি এটা সম্পর্কে মন্তব্য করব না...'
এখনও আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় আর্থিক বিষয় নিয়ে নানা গুঞ্জন উঠে আসছে। ধারণা করা হচ্ছে চুক্তির পরিমাণ ১০০ থেকে ১৫০ মিলিয়ন ইউরোর মধ্যে। এরসঙ্গে রয়েছে আরও বিশেষ কিছু সুবিধা। থাকছে চুক্তিতে অ্যাডিডাস ও অ্যাপলের ভূমিকা থাকছে। যেখান থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে আর্থিক কারণে মায়ামিকে বেছে নেন তা নিজেই বলেছেন মেসি। অন্যথায় বেছে নিতেন আল হিলালকে। সৌদির এই ক্লাব থেকে শুরুতে বার্ষিক ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর তা বাড়িয়ে ৫০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দেয় ক্লাবটি। এমন লোভনীয় প্রস্তাব এড়িয়ে মেসি বেছে নিয়েছেন মায়ামিকে।
Comments