তবুও সেমি-ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ
প্রতিপক্ষ হিসেবে লেবানন ছিল ঢের এগিয়ে। কিন্তু তারপরও তাদের সঙ্গে সমান তালেই লড়াই করেছে বাংলাদেশ। ভাগ্য সঙ্গে থাকলে একটি পয়েন্ট পেতেই পারতো তারা। কিন্তু শেষ পর্যন্ত আরও একটি হারের গল্পই সঙ্গী হয় তাদের। তবে হারলেও এখনও সেমি-ফাইনালের স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
বৃহস্পতিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ম্যাচের ৮০ পর্যন্ত আটকে রাখলেও তারিক কাজীর এক ভুলে পিছিয়ে পড়ে তারা। আর শেষদিকে সমতায় ফিরতে অলআউট খেলতে গিয়ে আরও একটি গোল খায় লাল-সবুজের প্রতিনিধিরা।
হারলেও এই ম্যাচে কিছু প্রাপ্তি দেখছেন বাংলাদেশের কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, 'ম্যাচের ফলাফলটা আমাদের পক্ষে নেই। তবে একইসঙ্গে ইতিবাচক দিকও রয়েছে আমাদের। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সেমিফাইনালে খেলা সম্ভব।'
তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সবশেষ পাঁচ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। আর জামালদের পরবর্তী ম্যাচ মালদ্বীপের সঙ্গে। সাম্প্রতিক সময়ে এই দলটির বিপক্ষে বেদনার গল্পই বেশি। যদিও গ্রুপ পর্বে শেষ ম্যাচটা তারা খেলবে ভুটানের বিপক্ষে। তবে সেমির আশা টিকিয়ে রাখতে হলে মালদ্বীপের বিপক্ষে হার এড়াতেই হবে ক্যাবরেরার শিষ্যদের।
তবে বাংলাদেশের আশাটা বেড়েছে আজকের ম্যাচের পারফরম্যান্সে। ড্র তো বটেই, জিততেও পারতো তারা। লেবানন গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি ফয়সাল আহেমদ ফাহিম। তাই আক্ষেপই ঝরে ক্যাবরেরার কণ্ঠে, 'আমরাও গোলের সুযোগ পেয়েছিলাম। ম্যাচটি ১-০ গোলে বাংলাদেশ এগিয়ে যেতে পারত। ফয়সাল আহমেদ ফাহিম ওয়ান-ওয়ানে মিস করায় সেটি আর হয়নি।'
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৩ ধাপ এগিয়ে লেবানন। তাই বিপক্ষে লড়াই করতে পারাটাকেই বড় করে দেখছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ, 'তারা আমাদের চেয়ে এগিয়ে। জয় পাওয়াটা তাদের জন্য স্বাভাবিকই ছিল। তবে আমরাও ম্যাচে ভালো খেলেছি।'
Comments