ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী বুসকেটস

বার্সেলোনার হয়ে অনেক সাফল্যে একসঙ্গে ছিলেন লিওনেল মেসি আর সার্জিও বুসকেটস। পুরনো দুই সতীর্থের এবার পুনর্মিলন হতে যাচ্ছে। ইন্টার মায়ামি ঘোষণা দিয়েছে বুসকেটসও যোগ দিয়েছেন তাদের ক্লাবে।
বুসকেটসের মিয়ামিতে যাওয়ার গুঞ্জন কদিন ধরেই ছিল। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণাও দিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল।মিয়ামির অফিসিয়াল টুইটারে বুসকেটসের ডাক নাম দিয়ে এক পোস্ট করা হয়। সেই ভিডিও পোস্টে বুসকেটসকে নিয়ে করা বিভিন্ন ব্যক্তির মন্তব্য সংযুক্ত ছিল যাতে সাবেক স্পেন কোচ ভিসেন্তে দেল বক্সের মন্তব্যও ছিল।
গত মে মাসে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন বুসকেটস। ৩৪ পেরুনো মিডফিল্ডার স্পেনের হয়ে ১৪৩ ম্যাচ খেলার পর গত ডিসেম্বরে অবসরে যান।
— Inter Miami CF (@InterMiamiCF) June 23, 2023
বার্সেলোনার হয়ে গত ১৫ বছর ধরে খেলেছেন তিনি। ছিলেন দলের সাফল্যের কান্ডারি। খারাপ সময়েও ছিলেন দলের ভরসার নাম। নয়টি স্প্যানিশ লা লিগা আর তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি।
ইন্টার মায়ামির সত্ত্বাধিকারী চলতি সপ্তাহে বলেন মেসি আসার আগে অন্তত আরও পাঁচজনকে দলে নিতে যাচ্ছেন তারা। বুসকেটস যোগ দেওয়ার পর ধারণা করা হচ্ছে সাবেক বার্সার লেফট ব্যাক জর্ডি আলবাকেও নিতে যাচ্ছে তারা।
Comments