নেপালের কাছে টাইব্রেকারে ট্রফি হারাল বাংলাদেশ
সুযোগ তৈরিতে কিছুটা এগিয়ে থাকলেও গোল পাওয়া হলো না বাংলাদেশের মেয়েদের। নেপালের মেয়েরাও জাল খুঁজে নিতে ব্যর্থ হলো। সিরিজের দ্বিতীয় ম্যাচও ড্র হওয়ায় ট্রফি কাদের হাতে উঠবে সেটা নির্ধারণের জন্য টাইব্রেকারের দ্বারস্থ হতে হলো। সেখানে হারের হতাশায় পুড়তে হলো মাহবুবুর রহমান লিটুর শিষ্যদের।
রোববার কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। আগের ম্যাচে একই ভেন্যুতে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। কোনো ম্যাচেই নির্ধারিত সময়ে জয়-পরাজয় না হওয়ায় এদিন খেলা সরাসরি গড়ায় টাইব্রেকারে। এরপর ৪-২ গোলে নেপালের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয় স্বাগতিকদের।
পেনাল্টি শুটআউটে বাংলাদেশ শামসুন্নাহার ও মনিকা চাকমা গোল করেন। তবে শিউলি আজিম ও মারিয়া মান্দার শট নেপালের গোলরক্ষক রানা মাগার ঝাঁপিয়ে ঠেকান। অন্যদিকে, সফরকারীদের পক্ষে সাবিত্রা ভাণ্ডারি ,হীরা কুমারি, দীপা শাহি ও অনিতা কেসি গোল পান। মাঝে রানার নেওয়া তৃতীয় স্পট-কিকটি পোস্টে লেগে ফিরে আসে।
Comments