লাউতারোও পেলেন সৌদি লিগের লোভনীয় প্রস্তাব
পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ক্রিস্তিয়ানো রোনালদো যোগ দিয়েছেন আগেই। বর্তমান ব্যালন ডি'অর জয়ী করিম বেনজেমাও যোগ দিয়েছেন। কান্তে, মাহরেজ, ফিরমিনো, কুলিবালি, হ্যান্ডারসনদের মতো আরও অনেক তারকাদের অবস্থান এখন সৌদি আরবে। সে ধারায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার লাউতারো মার্তিনেজও পেলেন সৌদি প্রো লিগের লোভনীয় প্রস্তাব।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসির সাংবাদিক সিজার লুইস মার্লোর সংবাদ অনুযায়ী, লাউতারোর জন্য বার্ষিক ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি প্রো লিগের একটি ক্লাব। চার বছরের জন্য চুক্তি করতে চায় তারা। সেক্ষেত্রে এ চুক্তিতে ২৪০ মিলিয়ন ইউরোরও বেশি আয় করতে পারবেন এল তোরো। তবে কোন ক্লাব তাকে চায় তা জানাননি সেই সাংবাদিক।
এদিকে ইতালিয়ান সংবাদমাধ্যম ক্যালসিওমার্কেতোও তুলে ধরেছে বিষয়টি। তাদের সংবাদ অনুযায়ী, বর্তমানে বার্ষিক ৬ মিলিয়ন ইউরো আয় করেন লাউতারো। অর্থাৎ সৌদিতে গেলে ১০ গুণেরও বেশি আয় করার সুযোগ রয়েছে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের সামনে। সংবাদে তারা আরও জানিয়েছে সৌদির এই প্রস্তাবে সাড়া দেননি লাউতারো। তাই ইন্টারও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি।
ক্যালসিওমার্কেতো আরও জানিয়েছে যে লাউতারোকে কোনোভাবেই বিক্রি করতে চায় না ইন্টার কর্মকর্তারা। ২০২৩-২৪ মৌসুমে সিমোন ইনজাঘির পরিকল্পনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই আর্জেন্টাইন। এই ইতালীয় আউটলেট আরও দাবি করেছে যে আপাতত ইউরোপে চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত মার্তিনেজ।
উল্লেখ্য, জাতীয় দলের হয়ে খুব একটা ভালো সময় কাটাতে না পারলেও ইন্টার মিলানে গত মৌসুমটা দারুণ কেটেছে লাউতারোর। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে গত মৌসুমে ৫৭ ম্যাচে করেছেন ২৮টি গোল। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১১টি গোল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছিল তার দল ইন্টার।
Comments