এমবাপের জন্য ২৫০ মিলিয়ন ইউরো দিবে রিয়াল?

অনেকটা নীরব ভূমিকা পালন করে এতদিন কিলিয়ান এমবাপের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে রিয়াল মাদ্রিদ। সেই নীরবতা ভাঙতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা। রেকর্ড পরিমাণ অর্থ প্রধান করেই এমবাপেকে কেনার প্রস্তুতি নিতে যাচ্ছে দলটি। এমন সংবাদই প্রকাশ করেছে মাদ্রিদ ভিত্তিক সংবাদমাধ্যম মার্কা।

এমবাপের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রাইজ ট্যাগ বেঁধে দিয়েছে পিএসজি। অবশ্য এই মূল্য পরিশোধ করতে রাজী নয় তারা। কিছুটা কমিয়ে চুক্তিটি কার্যকর করতে চায় দলটি। মার্কার সংবাদ অনুসারে, ২২৫ মিলিয়ন ইউরো দিতে পারে যা ফুটবল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল স্বাক্ষর হবে।

তবে এখনও এ নিয়ে পক্ষের মধ্যে এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছে মার্কা। সাপ্তাহিক ছুটি কাটাতে বর্তমানে মোনাকোতে রয়েছেন এমবাপে। দল জাপান সফরে থাকলেও তাকে নেওয়া হয়নি সেই দলের সঙ্গে। ক্লাবের দ্বিতীয় স্তরের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।

কিছু দিন আগেও এমবাপেকে ধরে রাখতে মরিয়া ছিল পিএসজি। কিন্তু সেই পরিস্থিতি এখন পুরোপুরি বদলে গেছে। প্যারিসের ক্লাবটিতে এমবাপে চুক্তি নবায়ন করতে রাজী না হওয়ায় তাকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা। সেই সুযোগটি হাতছাড়া করতে চায় না রিয়াল। এক মৌসুম আগেও তাকে পাওয়ার খুব কাছাকাছি ছিল তারা।

তবে এমবাপের চড়া মূল্যের জন্য এবারও শেষ পর্যন্ত চুক্তি ভেস্তে যেতেও পারে বলে ভাবছেন অনেকে। যে খেলোয়াড় এক বছর পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তার জন্য এতো বিশাল পরিমাণ অর্থ খরচ করাটা যৌক্তিক মনে করছেন না তারা। তবে নানা মতামত ছাপিয়ে এমবাপে পরিস্থিতির অবসান চাইছেন সবাই।

তবে ২৫০ মিলিয়ন ইউরোর চুক্তি হলেও সম্পূর্ণ অর্থ পাচ্ছে না পিএসজি। এর একটি অংশ দাবি করেছেন এমবাপে। প্রথমত, লয়্যালটি বোনাস। যা তাকে এই জুলাই মাসেই পাওয়া উচিত। দ্বিতীয়ত, ক্লাবটি কার্যত তাকে বের করে দিচ্ছে বিধায় বছরের পুরো বেতন চাইছেন তিনি। সেখানে কোনো ছাড় দিবেন না বলে জানিয়ে দিয়েছেন। চুক্তি অনুযায়ী, এমবাপের ইচ্ছার বিরুদ্ধে তাকে বেচতে চাইলে দিতে হবে এক বছরের পূর্ণ বেতন।

Comments

The Daily Star  | English

What's causing the unrest among factory workers?

Kalpona Akter, labour rights activist and president of Bangladesh Garment and Industrial Workers Federation, talks to Monorom Polok of The Daily Star about the recent ready-made garments (RMG) workers’ unrest.

8h ago