এবার লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন মিলিতাও!
মৌসুম শুরুর আগে অনুশীলন পর্বেই পুরো মৌসুমের জন্য দলের অন্যতম ভরসা গোলরক্ষক থিবো কোর্তুয়াকে হারায় রিয়াল মাদ্রিদ। এবার আরও একটি ধাক্কা খেল দলটি। একই ইনজুরিতে পড়েছেন এদের মিলিতাও-ও। ফলে লম্বা সময়ের জন্য তো বটেই পুরো মৌসুমের জন্যও ছিটকে যেতে পারেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
সানমামাসে শনিবার রাতে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে অ্যাথেলতিক বিলবাওর বিপক্ষে ০-২ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে সে ম্যাচেই বড় দুঃসংবাদটি শুনেছে তারা। বাঁ হাঁটুর অ্যান্টিরিয়োর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গিয়েছে তার।
এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, 'আমাদের খেলোয়াড় এদের মিলিতাওর পরীক্ষার পর, তার বাঁ হাঁটুর একটি ছেঁড়া অ্যান্টিরিয়োর ক্রুসিয়েট লিগামেন্টে ধরা পড়েছে। আগামী কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার করা হবে এই খেলোয়াড়ের।'
ঘটনাটি ঘটে দ্বিতীয়ার্ধে মাঠে নামার পরপরই। অ্যাথলেটিক মিডফিল্ডার ওইহান সানসেটের সঙ্গে বল দখলের লড়াইয়ে হাঁটুতে আঘাত পান মিলিতাও। তাকে থামাতে গেলে সানমামেসের ঘাসে পা আটকে যায় তার। তখনই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তার অঙ্গভঙ্গি এবং কান্নায় গুরুতর আঘাতের আশঙ্কা করা হয়েছিল তখনই।
যদিও স্ট্রেচার করে ব্রাজিলিয়ানকে নিয়ে যাওয়ার জন্য ঢুকেছিলেন কর্মীরা তবে দুই ডাক্তারের সমর্থনে নিজের ক্ষমতায় মাঠ ছাড়েন মিলিতাও। তখন ক্ষণিকের জন্য আশার সঞ্চার হলেও সবচেয়ে খারাপ পূর্বাভাসই সত্য হয়েছে। কমপক্ষে ছয় থেকে আট মাস মাঠের বাইরে থাকতে হবে।
মিলিতাওর ইনজুরির পরে আনচেলত্তির স্কোয়াডে সুস্থ সেন্টার ডিফেন্ডার রইল তিনজন ডেভিড আলাবা, আন্তনিও রুদিগার এবং নাচো।
এর আগে গত বৃহস্পতিবার দলের অনুশীলন সেশনে চোট পেয়ে ছিটকে গেছেন কোর্তুয়া। এসিএল ক্ষতিগ্রস্ত হয় তারও। সবকিছু খুব ভালো মতো চললেও আগামী এপ্রিলের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ধারণা করা হচ্ছে এই মৌসুমে আর মাঠে পাওয়া যাবে না তাকে।
Comments