ব্যাটিংয়ে ফিরলেন তামিম

Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

গত ৫ জুলাই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পরদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। এরপর নানান নাটকীয়তায় সিদ্ধান্ত বদলালেও চোটের কারণে মাঠে ফেরা বিলম্বিত হচ্ছিল তার। অবশেষে পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতিতে ব্যাটিং শুরু করেছেন তিনি।

রোববার দুপুর ২টার দিকে মাঠে আসেন তামিম। মেডিকেল বিভাগে গিয়ে আলাপ করার পর মাঝ উইকেটে ব্যাট করতে নামেন তিনি। থ্রো ডাউনে ১৫ মিনিট করেছেন ওয়ানডের অধিনায়কত্ব ছাড়া এই ওপেনার। অনেকটা নকিং করার মতই নিজের অবস্থা মূলত বুঝে নিয়েছেন তিনি।

Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

এই সময় তামিমের অবস্থা পর্যবেক্ষণ করতে নেটের পেছনে ছিলেন ফিজিও বায়েজিদুল ইসলাম ও রিহ্যাব সেন্টারের প্রধান কিরন থমাস।

ব্যাট করার সময় তেমন কোন অস্বস্তি অনুভব করতে দেখা যায়নি তামিমকে। ফ্রন্টফুট, ব্যাকফুট দুইভাবেই খেলতে পেরেছেন তিনি।

পিঠের চোটের কারণে লম্বা সময় ধরে ভুগছেন এই ক্রিকেটার। শতভাগ ফিট না হয়েও আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামার কথা জানানোয় তৈরি হয় বিতর্ক। বোর্ড সভাপতি একটি গণমাধ্যমে তার সমালোচনা করেন। পরদিন গণমাধ্যম ডেকে একদম আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেন এই তারকা। অবশ্য এরপরের দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি।

পরে আরেকটি গণমাধ্যমে সাক্ষাতকারে তার চোটের চিকিৎসা নিয়ে গাফলির অভিভোগ করেন তামিম। বিসিবি তাকে লন্ডনে পাঠায়। সেখানে ব্যথানাশক ইনজেকশন দিয়ে দেশে ফেরার পর ছেড়ে দেন ওয়ানডের নেতৃত্ব। এশিয়া কাপ থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি।

তামিম তখনই জানিয়েছিলেন, সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে খেলায় ফিরবেন। সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন বাঁহাতি ব্যাটার।

Comments

The Daily Star  | English

Licence to fly: Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

12h ago