নেইমার-মেসির 'অসভ্যতা থেকে মুক্তি'র আনন্দ পিএসজিতে

মেসি ও নেইমার পিএসজি ছাড়ায় দারুণ খুশি ক্লাবটির সমর্থকদের একটি অংশ।

পিএসজিতে যোগ দেওয়ার এক মৌসুম পর থেকেই প্যারিসের ক্লাব ছাড়তে চেয়েছিলেন নেইমার। প্রতি মৌসুমেই এই গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত ছাড়তে পেরেছেন এবার। আর লিওনেল মেসি তো দুই মৌসুম খেলেই হাঁপ ছেড়ে বেঁচেছেন। তবে কেবল তারাই হাঁপ ছেড়ে বাঁচেননি, বেঁচেছে পিএসজিও। এমন বার্তাই জানিয়ে দিয়েছেন ক্লাবের সমর্থকরা।

শনিবার রাতে পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে গত মৌসুমের রানার্স আপ লঁসকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে পিএসজি। স্টেডিয়ামে এদিন নেইমারকে কটাক্ষ করে পিএসজির সমর্থকদের একটা অংশ ব্যানারে লিখে আনেন, 'নেইমার: অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে।'

সময় ভিন্ন হলেও একই দিনে নিউইয়র্ক রেডবুলসের মাঠে নামে মেসির ক্লাব ইন্টার মায়ামি। তবে সেই মাঠে না হলেও মায়ামির ডিএনভি পিএনকে স্টেডিয়ামের বাইরে প্রায় একই ধরণের ব্যানার নিয়ে হাজির হয় কিছু পিএসজি সমর্থক। সেখানে লেখা ছিল, 'মেসি: অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে।'

২০১৭ সালে বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে ক্লাবটিতে মোট ১৩টি শিরোপা জিতলেও সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি এই ব্রাজিলিয়ান। মূলত চ্যাম্পিয়ন্স লিগের প্রত্যাশাতেই তাকে দলভুক্ত করেছিল তারা। কিন্তু ক্লাবকে একবার ফাইনালে তুললেও শিরোপা জেতাতে পারেননি তিনি।

অন্যদিকে ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে হুট করে পিএসজিতে যোগ দেন মেসি। তাকে অবশ্য ফ্রি এজেন্ট হিসেবেই পায় ক্লাবটি। তবে মেসি ক্লাব থাকাকালীন দুই মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় প্যারিসের ক্লাবটি। তার উপর কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় মেসির আর্জেন্টিনা। সব মিলিয়ে তাই মেসির উপর বেজায় ক্ষিপ্ত ছিল পিএসজির সমর্থকরা।

এ দুই তারকাই এবার পিএসজি ছেড়েছেন। তাদের মতো দলের আরেক তারকা কিলিয়ান এমবাপের ক্লাবে থাকা চলছে নানা নাটক। আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ইচ্ছা তার। এই বিষয়টি পিএসজির সমর্থকরা কেমনভাবে তা নিয়ে চলছিল নানা চর্চা। তবে তাকে নিয়ে কোনো ঝামেলা করেননি সমর্থকরা।

Comments

The Daily Star  | English

Price hike of essentials: Poor, middle class in a tight corner

Harunur Rashid, a retired government employee, was taken aback by the steep price rise of okra at the capital’s Karwan Bazar yesterday.

7h ago