সকার লিগে নিজের লক্ষ্য জানালেন মেসি

ছবি: সংগৃহীত

এইতো কদিন আগেও মেজর সকার লিগের (এমএলএস) তলানিতে ছিল ইন্টার মায়ামি। এখন অবশ্য এক ধাপ উপরে উঠে এসেছে দলটি। তবে প্লে অফে জায়গা করে নিতে হলে এখনও অনেক পথ বাকি। কমপক্ষে আরও পাঁচ ধাপ এগিয়ে যেতে হবে তাদের। আর এটাই এখন তাদের মূল লক্ষ্য বলে জানালেন দলের অধিনায়ক লিওনেল মেসি।

এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে মেসিদের অবস্থান বর্তমানে ১৪ নম্বরে। প্লে অফে খেলতে হলে অন্তত নয় নম্বরে উঠতে হবে তাদের। সেক্ষেত্রে অষ্টম স্থানে থাকা দলের সঙ্গে লড়াই করে বাকি সাত দলের সঙ্গে যোগ দিতে পারবে তারা। বর্তমানে নয় নম্বরে থাকা ডিসি ইউনাইটেড থেকে নয় পয়েন্ট পিছিয়ে মায়ামি। যদিও দুটি ম্যাচ কম খেলেছে তারা।

তবে মেসি যোগ দেওয়ার পর থেকেই দারুণ ছন্দে রয়েছে মায়ামি। এখন পর্যন্ত অপরাজিত তারা। লিগস কাপ ঘরে তুলেছে। ইউএস ওপেনের ফাইনালেও উঠেছে দলটি। আজ সোমবার সকালে তারা গতবারের চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে। যেখানে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেছেন মেসি।

ম্যাচ শেষে নিজেদের পরবর্তী লক্ষ্যের কথা জানালেন অধিনায়ক, 'আমরা ভাগ্যবান ছিলাম একটি (লিগস কাপ) শিরোপা জিততে পেরেছি এবং (ইউএস ওপেনের) কাপের ফাইনালে উঠতে পেরেছি এবং এখন আমাদের লক্ষ্য সেরা আটের মধ্যে থাকা। আমরা বেড়ে উঠছি, এটাই বড় ব্যাপার। জয় সবসময়ই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।'

গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পাওয়ায় নিজেদের শক্তি যাচাইও হয়েছে মেসিদের, 'আমরা ম্যাচের আগে একে অপরের সঙ্গে অনেক কথা বলেছি আমরা কোথায় দাঁড়িয়ে আছি তা খুঁজে বের করার জন্য গতবারের চ্যাম্পিয়নের বিপক্ষে আমরা কী করতে পারি তা দেখতে এটা চমৎকার একটি পরীক্ষা ছিল। আমরা খুব গুরুত্বপূর্ণ ফলাফল পেয়েছি, দলটি প্রতিদিনই আরও বড় হচ্ছে।'

তবে ৩৬ ছাড়ানো মেসির টানা খেলতে থাকা নিয়ে অনেক কথাই হচ্ছে। তবে নিজে দারুণ অনুভব করছেন বলে জানালেন আর্জেন্টাইন অধিনায়ক, 'আমি শারীরিকভাবে ভালো বোধ করছি। ঈশ্বরকে ধন্যবাদ আমি খেলা চালিয়ে যেতে পারছি, সহযোগিতা করতে পারছি। এবং দলকে যেকোনোভাবে হোক সাহায্য করতে পারছি।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago