ইকুয়েডরের বিপক্ষে যারা থাকছেন আর্জেন্টিনার একাদশে

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতার বিশ্বকাপ ঘুরে তুলতে পেরেছে আর্জেন্টিনা। সেই উদযাপন যেন এখনও শেষ হয়নি তাদের। তবে এরমধ্যেই পরবর্তী বিশ্বকাপ মিশনে নামতে হচ্ছে দলটিকে। আগামীকাল কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামছে আল বিসেলেস্তেরা। সেই ম্যাচের জন্য এরমধ্যেই একাদশ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

স্তাদিও মাস মনুমেন্তালে বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার সকাল ৬টায় ইকুয়েডরের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে খুব একটা কাঁটাছেঁড়ায় যাচ্ছেন না স্কালোনি। কাতার বিশ্বকাপে যারা খেলেছেন তাদের নিয়েই একাদশ সাজিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

আগের দিনই সংবাদসম্মেলনেই একাদশ নিয়ে ধারণা দিয়েছেন আর্জেন্টাইন কোচ। বিশেষকরে গোলরক্ষক এবং ডিফেন্ডারদের সম্পর্কে সবকিছু পরিষ্কার করেছেন, তবে মিডফিল্ডে তার কিছু সংশয় রয়েছে। এনজো ফার্নান্দেজ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্তার কাকে কোন অবস্থানে রাখবেন তা নিয়ে দ্বিধায় আছেন তিনি। তবে দুইজনই থাকছেন প্রথম একাদশে।

চেলসিতে এবার কিছুটা উপরে দিকে খেল নজর কেড়েছেন এনজো, ঠিক একই পজিশনে খেলেন  ম্যাক আলিস্তারও। এই মিডফিল্ডারও এবার নিজেকে ইয়ুর্গেন ক্লপের অধীনে আরও দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।

এদিকে এমএলএসে টানা খেলতে থাকায় মেসির ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। তবে তিনি খেলবেন বলেই জানিয়েছেন কোচ, 'আমি তাকে সুস্থ দেখেছি। খেলার জন্য সে প্রস্তুত, বরাবরের মতো তাকে পেয়ে আমরা খুশি। তাকে খেলানোর পরিকল্পনা রয়েছে। তার কিছু না হলে যত সময় পারে খেলবে।'

অর্থাৎ মেসি থাকছেন শুরু থেকেই। তবে সেন্টার ফরোয়ার্ড নিয়েও কিছুটা দ্বিধায় আছেন স্কালোনি। একদিকে হুলিয়ান আলভারেজ আছেন, সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত খেলছেন। তবে রীতিমতো একজন অ্যাটাকিং মিডফিল্ডারের মতো খেলেছেন।

অন্যদিকে, লাউতারো মার্তিনেজ আছেন, ইন্টার মিলানের মূল ভরসার প্রতীক তিনি। রয়েছেনও দারুণ ছন্দে। এর বাইরে, আক্রমণে আরও একটি চমক থাকতে পারে। আনহেল দি মারিয়াকে শুরুর একাদশে না রেখে নিকোলাস গঞ্জালেজকে শুরুর একাদশে অন্তর্ভুক্ত করবেন কিনা তাও বিবেচনা করছেন।

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্তিনেজ এবং আনহেল দি মারিয়া/নিকোলাস গঞ্জালেজ।

Comments

The Daily Star  | English

Delhi Capitals sign Mustafizur for 6cr rupees

Bangladesh left-arm pacer, who went unsold in the IPL auction earlier this year, finds himself back in the league following unforeseen changes in team compositions due to the ongoing India-Pakistan conflict.

25m ago