ইরানে বিপুল সংবর্ধনা পেলেন রোনালদো

দুনিয়ার যে প্রান্তেই যাবেন ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তের অভাব হওয়ার কথা না। ক্যারিয়ারের পড়তি বেলায় থাকলেও ইরানে গিয়েও দেখলেন বিপুল মানুষের উচ্ছ্বাস। রোনালদোকে এক নজর দেখতে বিমানবন্দরের বাইরে ভিড় করেছিলেন হাজারো মানুষ।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব পার্সিপোলিসের বিপক্ষে ম্যাচ খেলতে দেশটিতে গেছে সৌদি ক্লাব আল-নাসের।
রোনালদোর জন্য পুরো রাস্তা ভরপুর হয়ে যায় জনতায়। তারা রোনালদোর ছবি ও স্বাগত লেখা প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন। চ্যাম্পিয়ন্স লিগে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হয়। ইরানের ক্লাবকেও অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হবে সৌদি আরবে।
২০১৬ সালের পর দুই দেশের রাজনৈতিক বৈরিতায় নিরপেক্ষ ভেন্যুতে খেলা হয়ে আসছিল। এবার সেই ধারা বদলে গেছে।

তাতেই রোনালদোকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন ইরানের মানুষরা। শিশু, নারী-পুরুষ সবাই রোনালদোর নামে চিৎকার করতে থাকলে নিরাপত্তাকর্মীদেরও বেগ পেতে হয়।
ইরানে রোনালদোকে বরণ করে নিতে বিশেষ গালিচারও ব্যবস্থা করা হয়েছিল।
তাদের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'জনাব ক্রিস্টিয়ানো রোনালদো, ইরানে স্বাগতম। প্রশংসার স্মারক হিসেবে আপনার জন্য পার্সেপোলিসের ভক্তদের পক্ষ থেকে হাতে তৈরি শিল্পকর্ম গালিচা রইলো।'
গত বিশ্বকাপের পর সৌদি আরবের ক্লাবে যোগ দেন রোনালদো। এরপর করিম বেনজেমা, সাদিও মানে, নেইমারের মতন তারকারাও লিগটিতে গিয়ে জৌলুস বাড়ান।
Comments