এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের তিক্ত অভিষেক
দলকে জেতাতে পারেননি, নিজেও পাননি গোল। উল্টো হলুদ কার্ড দেখতে হয় ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-হিলালের হয়ে অভিষেকের রাতটা এমন তিক্ত কেটেছে তার।
সোমবার নিজেদের মাঠে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর বিপক্ষে পিছিয়ে থেকে ১-১ গোলে ড্র করে আল-হিলাল। এদিন প্রতিপক্ষ এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কাধাক্কি করেন হলুদ কার্ড দেখেন নেইমার। রেফারির সঙ্গেও জড়ান বিবাদে।
আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিলের হয়ে খেলে আসার পর চোট ছিল নেইমারের। তার খেলা নিয়ে ছিল সংশয়। তবে ঠিকই নেমে যান তিনি। তবে কিং ফাহাদ স্টেডিয়ামে তার কাছ থেকে মেলেনি সেরা ছন্দ।
নেইমারদের কোণঠাসা করে ৫২ মিনিটে এগিয়ে যায় নাভবাহোর। এরপর পরই প্রতিপক্ষের ফুটবলারকে ধাক্কা দিয়ে হলুদ কার্ড দেখেন তিনি। প্রত্যাশার চাপে উত্তেজিত হতে দেখা যায় তাকে।
নেইমার অবশ্যই পরেও সুযোগ তৈরি করেছিলেন, যা পরে জালে জড়ায়নি। নির্ধারিত সময়ের খেলা শেষে যোগ করা সময়ে গোল পায় আল-হিলাল। ১০০ মিনিটে আলি বুলাইহির গোলে এক পয়েন্ট পায় তারা।
Comments