সাদের শেষ মুহূর্তের গোলে রক্ষা বাংলাদেশের

শেষ দিকে গোল হজম করে অনেক ম্যাচেই হতাশার গল্প লিখেছে বাংলাদেশ। এদিনও মনে হয়েছিল এমন কিছুই ফের হতে যাচ্ছে। ৮৭তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু এবার নতুন গল্প লিখল বাংলাদেশ। ম্যাচের যোগ করা সময়ে বদলি খেলোয়াড় সাদউদ্দিনের গোলে সমতা ফেরায় তারা। ফলে বিশ্বকাপের মূল বাছাই পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে জামাল ভুঁইয়ার দল।

বৃহস্পতিবার মালে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডে প্রথম লেগের ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। মালদ্বীপের হয়ে গোল করেছেন নাজিম হাসান। ১৭টি শটের চারটি লক্ষ্যে রেখে বাংলাদেশের পক্ষে গোলটি করেন সাদ।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ বাংলাদেশের অন্যতম সেরা তিন তারকা খেলোয়াড় -গোলরক্ষক আনিসুর রহমান জিকো, সেন্টার ব্যাক তপু বর্মণ ও ফরোয়ার্ড শেখ মোরসালিনকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। এই তিন তারকাই সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারানোর অন্যতম কারিগর ছিলেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা পান মিতুল মারমা, শাকিল হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

তিন তারকা খেলোয়াড়কে ছাড়া শুরু থেকেই ভুগতে হয়েছে বাংলাদেশকে। তারপরও ম্যাচের আধিপত্য ছিল বাংলাদেশেরই। ফিনিশিংয়ের অভাবে জয় মিলেনি তাদের। এদিনও বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছেন ফাহিম। তবে গোলবারের নিচে আস্থার সঙ্গেই লড়েছেন মিতুল। ১৮তম মিনিটে তার দৃঢ়তায় বেঁচে যায় বাংলাদেশ। মালদ্বীপের আলি ফাসিরের কোনাকুনি শট গ্লাভস ছুঁয়ে পোস্টে লেগে ফিরে। ছয় মিনিট পর রাকিবের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৩৫তম মিনিটে কর্নার থেকে নেওয়া রাকিবের হেডও অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। পাঁচ মিনিট পর ফাহিমের ভলিও হয় লক্ষ্যভ্রষ্ট। ৭৪তম মিনিটে বদলি খেলোয়াড় রবিউল হাসানের শট লাফিয়ে আটকান মালদ্বীপ গোলরক্ষক শরিফ হোসেন। দুই মিনিট পর আবারও বাংলাদেশকে রক্ষা করেন মিতুল। আলি ফাসির শট ছুটে এসে রুখে দেন এই গোলরক্ষক।

৮৭তম মিনিটে আর আটকাতে পারেননি মিতুল। ডান প্রান্ত থেকে আসা ক্রস হেড দিয়ে ক্লিয়ার করতে চেয়েছিলেন কাজী তারিক। তবে সামনেই থাকা শাকিলের গায়ে লেগে চলে যায় নাজিমের পায়ে। দারুণ এক শটে বল জালে পাঠান মালদ্বীপের এই ফরোয়ার্ড।

দুই মিনিট পর রাকিবের পরিবর্তে সাদকে মাঠে নামান বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। এই বদলি খেলোয়াড়ই বনে যান বাংলাদেশের নায়ক। সতীর্থের ক্রস গোলমুখে পেয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন তিনি। ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে দেশের হয়ে প্রথম গোল করেছিলেন সাদ। চার বছর পর পেলেন দ্বিতীয় গোলের দেখা।

আগামী ১৭ অক্টোবর দুই দলের ফিরতি লেগের ম্যাচটি হবে ঢাকায়।

 

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

7h ago