ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ববি চার্লটনের মৃত্যু

ছবি: এএফপি

১৯৬৬ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ের নায়কদের একজন তিনি। প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সেরা তারকাদের মধ্যে অন্যতম। সেই কিংবদন্তি ফুটবলার স্যার ববি চার্লটন মারা গেছেন।

শনিবার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ইংলিশ তারকার অন্য ভুবনে পাড়ি জমানোর খবরটি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে চার্লটনের বয়স হয়েছিল ৮৬ বছর।

বিবৃতিতে বলা হয়েছে, 'অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে (স্থানীয় সময়) শনিবার সকালে স্যার ববি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। যারা তার যত্ন নেওয়ায় অবদান রেখেছেন এবং তাকে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।'

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেন চার্লটন। জাতীয় দল থেকে অবসর নেওয়ার সময় ১০৬ ম্যাচে তার গোল ছিল তৎকালীন রেকর্ড ৪৯টি। ১৯৭০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই কীর্তি ধরে রেখেছিলেন তিনি।

১৯৫৬ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ম্যান ইউনাইটেডের প্রতিনিধিত্ব করেন চার্লটন। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৫৮ ম্যাচে ২৪৯ গোল করেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে ১৯৬৮ সালে ইউরোপিয়ান কাপের (বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন লিগ) শিরোপা জেতার স্বাদও নেন।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The Inspector General of Police (IGP) has issued a comprehensive new dress code titled Police Dress Rules, 2025, detailing rank-wise uniforms and accessories for all Bangladesh Police members.

6h ago