রদ্রিগোর নিখুঁত রাত

করিম বেনজেমা দল ছাড়ার পর নয় নম্বর পজিশনে রিয়াল মাদ্রিদের ভরসা ছিলেন রদ্রিগোই। কিন্তু সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না এই ব্রাজিলিয়ান। তবে ক্রমেই জ্বলে উঠতে শুরু করেছেন। আগের দিন জোড়া গোল ও জোড়া অ্যাসিস্টে রিয়ালকে এনে দিয়েছেন দারুণ এক জয়। এমন জয়ের পর রদ্রিগো বললেন, 'আরেকটি নিখুঁত রাত।'
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই দানি কারবাহালের গোলে এগিয়ে যায় তারা। এরপর দুটি করে গোল করেন দুই ব্রাজিলিয়ান রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। আর ভিনিসিয়ুসের গোল দুটির সহায়তা করেছেন রদ্রিগো।
এমন ম্যাচের পর স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত এই ব্রাজিলিয়ান। রিয়ালমাদ্রিদ টিভির সঙ্গে আলাপকালে বলেন, 'আমরা আরেকটি নিখুঁত ম্যাচ খেলেছি। তবে আমরা শেষ পর্যন্ত একটি গোল হজম করেছি, কিন্তু এটি একটি খুব ভালো ম্যাচ ছিল। ব্যক্তিগত পর্যায়ে আমি দুটি গোল এবং অ্যাসিস্ট করতে পেরে খুব খুশি। আরেকটি নিখুঁত রাত।'
অথচ এদিন কাঁধের চোটে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারেননি জুড বেলিংহ্যাম। চলতি আসরে এই ইংলিশ তারকাই টেনে নিচ্ছিলেন রিয়ালকে। তাকে ছাড়া এমন দাপুটে জয়ে উচ্ছ্বাসটা বেশিই রদ্রিগোর, 'আমরা খুব খুশি। আমাদের এমন খেলা দরকার ছিল, যেখানে অনেক গোল ছিল। আমরা আমাদের আসন্ন ম্যাচগুলোতে এভাবেই চালিয়ে যেতে চাই।'
নিজের ব্যক্তিগত পারফরম্যান্সেও সন্তুষ্ট এই ব্রাজিলিয়ান, 'আমার খেলাও নিখুঁত ছিল। গোল করা সবসময়ই দারুণ। আমি আগের ম্যাচেও গোল করেছি এবং আবার করতে পেরে আমি খুব খুশি। পাশাপাশি অ্যাসিস্টও করেছি। আমি সবসময় অবদান রাখতে চাই, এই জন্যই আমি এখানে আছি।'
Comments