২০১৫ সালের অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখলেন জামাল

২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের পর এবার ২০২৬ বিশ্বকাপের বাছাইয়েও অস্ট্রেলিয়ার সঙ্গে একই গ্রুপে খেলবে বাংলাদেশ। আগামীকালই তাদের মুখোমুখি হতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই সময়ের চেয়ে বর্তমান দল আরও শক্তিশালী হয়েছে সকারুদের। অন্তত পরিসংখ্যান তাই বলে। কিন্তু তারপরও ২০১৫ সালের অস্ট্রেলিয়া দলটিকে এগিয়ে রাখলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবল খেলছে অস্ট্রেলিয়া। যার স্পষ্ট প্রভাব ফিফা র‍্যাঙ্কিংয়ে। বর্তমানে ২৭ নম্বরে রয়েছে তারা। গত বছর কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপন ধরিয়ে দিয়েছিল এই দলটি। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নকআউট পর্বের সেই ম্যাচে ১-২ গোলের ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। শেষদিকে পাওয়া দারুণ কিছু সুযোগের একটিও কাজে লাগাতে পারলে ফলাফল ভিন্নও হতে পারতো।

তারপরও বর্তমান দলের চেয়ে ২০১৫ সালের দলকে এগিয়ে রাখার যথেষ্ট কারণও দেখিয়েছেন জামাল। সেই অস্ট্রেলিয়া দলে খেলতেন টম কাহিল, অ্যারন ময়, ম্যাসিমো লুওঙ্গো, ম্যাথু লেকিদের মতো তারকা খেলোয়াড়রা। তখন ইউরোপের শীর্ষ লিগগুলোতে দাপটের সঙ্গেই খেলতেন তারা। বর্তমান দলটি ভালো খেললেও ইউরোপের শীর্ষ লিগের খেলোয়াড় নেই।

অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে জামাল বলেন, 'সত্যি বলতে কি, ২০১৫ সালে আমরা যেই দলের বিপক্ষে খেলেছি ওই দলে অনেক হাই প্রোফাইল খেলোয়াড় ছিল। আর এই দলে কেউ টপ ক্লাবে খেলে না, তবে তারা ভালো লিগে খেলছে, স্কটিশ লিগ, চ্যাম্পিয়নশিপ। ২০১৫ সালে ওদের অনেক খেলোয়াড় প্রিমিয়ার লিগে খেলেছে। যদি আমাকে বেছে নিতে হয় আমি ২০১৫ সালের দলের কথাই বলব।'

অন্যদিকে বর্তমান বাংলাদেশ দল অনেক এগিয়েছে বলে জানান বাংলাদেশ অধিনায়ক, '২০১৫ সালের তুলনায় আমাদের ভালো কাঠামো রয়েছে, আগের চেয়ে অনেক গোছানো। কোয়ালিটির দিক থেকেও আমাদের আগের চেয়ে অনেক ভালো কোয়ালিটি এই দলে রয়েছে এবং যেটা বলেছি ভালো কাঠামো রয়েছে। আমরা জানি আমাদের কী চাই, আমি জানি আমাদের কী করতে হবে। আমরা আমাদের দুর্বলতা ও শক্তির দিকগুলো জানি। আমার জন্য এটাই বড় পার্থক্য।'

সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই লেগেই বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দুই লেগ মিলিয়ে গোল হজম করেছিল ৯টি। দিতে পারেনি একটিও। অস্ট্রেলিয়ার মাঠে ০-৫ গোলে হারের পর ঘরের মাঠে ০-৪ গোলের ব্যবধানে হারে জামালরা।

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

8h ago