বার্সেলোনাকে ধ্বংসের চেষ্টা চলছে, অভিযোগ তোরেসের

সাম্প্রতিক সময়টা ভালো কাটছে না বার্সেলোনার। মাঝপথেই লা লিগায় অনেকটা পিছিয়ে পড়েছে তারা। তার উপর আগের দিন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুর্বল এন্টওয়ার্পের বিপক্ষে হার। তাতে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন কোচ জাভি হার্নান্দেজ। আর এই সমালোচকরা ক্লাবটিকে ধ্বংস করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস।

লা লিগায় গত শনিবার সবশেষ ম্যাচে জিরোনার বিপক্ষে ঘরের মাঠে ৪-২ গোলে হেরেছে বার্সেলোনা। ফলে শীর্ষে থাকা দলটির চেয়ে তারা পিছিয়ে পড়েছে ৭ পয়েন্টের ব্যবধানে। এরপর আগের দিন এন্টওয়ার্পের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে কাতালান ক্লাবটি। তবে এই হারের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে নাম লিখিয়েছে তারা।

তবে সাম্প্রতিক সময়ের ছন্দহীনতায় বড় দুশ্চিন্তার কারণ বার্সেলোনার জন্য। যদিও মৌসুমের শুরুতে অবশ্য এতো বাজে অবস্থা ছিল না তাদের। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর থেকে এই অবস্থার শুরু। এরপর এখন পর্যন্ত নয় ম্যাচে তারা হেরেছে চারটি ম্যাচে।

এমন অবস্থায় জাভির উপর আস্থা রেখে তোরেস বললেন,'আমরা শেষ পর্যন্ত কোচের পাশে আছি এবং তার পরিকল্পনায় আস্থা আছে আমাদের। কোচের সমালোচনা করা সহজ কাজ, কিন্তু মাঠে থাকে খেলোয়াড়রা। আমরা জানি, বার্সায় কিভাবে সবকিছু কাজ করে, বাইরের মানুষরা আমাদের ধ্বংস করার চেষ্টা করছে। আমাদের নার্ভাস করার চেষ্টা চলছে, কিন্তু আমরা ঘুরে দাঁড়াব। সবসময়ই বাইরে অনেক কিছু চলে, এর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।'

তবে নিজের দল নিয়ে দুশ্চিন্তায় আছেন কোচ জাভিও, 'হ্যাঁ, আমি চিন্তিত। আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, পরপর দুটি ম্যাচে ফল খারাপ হলো। আমাদের আত্ম-সমালোচনা করতে হবে। আমাদের উন্নতি করতে হবে। প্রতিপক্ষ দল আমাদের বিপক্ষে অনেক সুযোগ তৈরি করছে, সেখানে আমরা তা করতে ভুগছি।'

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago