মৌসুমের টার্নিং পয়েন্ট পেয়ে গেছে বায়ার্ন
চলতি মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না বায়ার্ন মিউনিখের। সপ্তাহ দুই আগে তো টানা তিন ম্যাচ হেরেছে দলটি। বুন্ডেসলিগায় সবশেষ ম্যাচেও হোঁচট তাদের। আর জয় পেলেও তেমন দাপট নেই খেলায়। সেখানে আগের দিন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লাৎসিওর বিপক্ষে দারুণ এক জয় মিলেছে বাভারিয়ানদের। এই জয়কেই মৌসুমের টার্নিং পয়েন্ট মনে করছেন দলটির কোচ টমাস টুখেল।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে ইতালিয়ান ক্লাব লাৎসিওকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ০-১ ব্যবধানে হেরেছিল দলটি। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতল টুখেলের শিষ্যরা।
ফলাফল অনুকূলে যাওয়ার চেয়ে এই ম্যাচের পরিস্থিতি আশা দেখাচ্ছে টুখেলকে। ম্যাচে প্রায় এক চেটিয়া আধিপত্য ছিল তাদের। ৬০ শতাংশ সময় বলের দখল ধরে রেখে ২৪টি শট নেয় তারা। যেখানে লক্ষ্যেই থাকে ৭টি শট। অন্যদিকে প্রতিপক্ষকে একটি শটও রাখতে দেয়নি লক্ষ্যে।
এমন ম্যাচের পর স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত কোচ টুখেল, 'এটা আমাদের জন্য একটি নিখুঁত সন্ধ্যা। এটি একটি বড় ম্যাচ ছিল। আমরা জানি অবশ্যই আমাদের উন্নতি করতে হবে, কিন্তু এই ধরনের রাত সত্যিই মৌসুম পরিবর্তন করে দিতে পারে। আমি ছেলেদের জন্য সত্যিই গর্বিত এবং আমাদের শুধু এই গতি ধরে রাখতে হবে।'
এই জয়কে মৌসুমের টার্নিং পয়েন্ট জানিয়ে আরও বলেন, 'এটি (জয়) মৌসুমে আমাদের সত্যিই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সবাই আমাদের দিকে তাকিয়ে ছিল, প্রথম লেগের পরে আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাতে যাচ্ছি তা দেখতে চেয়েছিলাম। আশা করি আমরা এটাকে বাকি মৌসুমের টার্নিং পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারব।'
২০১২-১৩ মৌসুম থেকে টানা ১১টি শিরোপা জয়ের পর এবার প্রথমবারের মতো বুন্ডেসলিগা হাতছাড়া হওয়ার পথে বায়ার্ন। শীর্ষে থাকা বায়ার লিভারকুসেনের থেকে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে দলটি। ফলে শিরোপাহীন মৌসুম কাটাতে না চাইলে চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়ানোর বিকল্প ছিল না দলটির। আগের দিনের দাপুটে জয়ে সেই আশাটা জোরালো হয়েছে তাদের।
Comments