‘লাঞ্চে কি খেয়েছে?’, পেনাল্টি না পেয়ে অফিসিয়ালের প্রতি ক্ষুব্ধ ক্লপ
ম্যাচের তখন অন্তিম সময়। তখন পেনাল্টি পেয়ে গেলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত লিভারপুল। উঠতে পারত পয়েন্ট টেবিলের শীর্ষে। লিগ শিরোপা জেতার দৌড়ে ম্যানচেস্টার সিটিকে জোর ধাক্কাও দেওয়া হতো। কিন্তু পেনাল্টিটা তারা পায়নি, খেলাও হয়েছে ড্র। তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপ।
রোববার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। ২৩ মিনিটে জন স্টোনস সিটিকে এগিয়ে নেওয়ার পর ৫০ মিনিটে আলেক্সিজ ম্যাক অ্যালিস্টার পেনাল্টি থেকে আনেন সমতা।
অ্যালিস্টারকে যোগ করা সময়ে ফেলে দিয়েছিলেন জেরিমি ডকু। বক্সের ভেতর বল ক্লিয়ার করতে গিয়ে আর্জেন্টাইন তারকার বুকে লাথি বসিয়ে দেন তিনি। লিভারপুল জোরালো আবেদন করলেও এটা পেনাল্টি দেননি রেফারি অলিভার।
এই অবস্থায় ভিএআর কক্ষ থেকে পেনাল্টির সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখা হয়। ভিএআর কক্ষ থেকে রিভিউ করতে বলা হলে মাঠের রেফারির সুযোগ থাকত সিদ্ধান্ত বদলের। ভিএআর কক্ষের অফিসিয়াল অ্যাটওয়েল ও তার সহকারী নিক হপটন তা দেখেও মাঠের রেফারিকে রিভিউ করতে বলেননি। ফলে পেনাল্টি পায়নি লিভারপুল।
ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্লপ, 'ভিএআর রুমে থাকা লোকের কেন মনে হলো এটা পরিস্কার ও নিশ্চিত না? সে লাঞ্চে কি খেয়েছে?'
'এটা শতভাগ পেনাল্টি। এটা শতভাগ ফাউল এবং সম্ভবত হলুদ কার্ডও হয়।'
ক্লপ জানান ম্যাচের পরে হয়ত অফিসিয়ালদের কেউ দুঃখ প্রকাশ করতে পারেন বা ব্যাখ্যা দিতে পারেন। তবে তাতে তাদের ক্ষতিপূরণ হচ্ছে না, 'কেউ আমাকে এসে বলবে এটা কীভাবে পেনাল্টি না। অথবা হাওয়ার্ড (পেশাদার ম্যাচ অফিসিয়ালদের ওয়েব প্রধান) আমাকে কাল এসে বলবে সে দুঃখিত। এই দুটো জিনিস হতে পারে। কিন্তু তাতে ফল বদল হবে না।'
নিজেদের মাঠে জিততে না পারলেও সিটির বিপক্ষে শেষের কয়েক মিনিট বিপুল দাপটে খেলতে পারায় স্বস্তি পাচ্ছেন ক্লপ, 'এটা অবশ্যই পেনাল্টি ছিলো যা আমরা পাইনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা আজ যেরকম ফুটবল খেলেছি। আজ বেশ কয়েকজন দারুণ পারফর্মার ছিলো।'
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে হচ্ছে টানটান লড়াই। ২৮ ম্যাচ শেষে সমান ৬৪ পয়েন্ট আর্সেনাল ও লিভারপুলের। তবে গোল গড়ে এগিয়ে আর্সেনাল। তিনে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৩।
Comments