হারলেও ফাইনালে যেতে আত্মবিশ্বাসী পিএসজি

ইদুনা পার্কে জয় মিলেনি। ফরোয়ার্ডদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হারতে হয়েছে পিএসজিকে। তবে হারলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী দলের কোচ লুইস এনরিকে। ঘরের মাঠে দ্বিতীয় লেগে জিতেই লক্ষ্য পূরণ করবেন বলে প্রত্যয় দেখান এই স্প্যানিশ কোচ।

বুধবার রাতে সিগনাল ইদুনা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে গেছে পিএসজি। গ্রুপ পর্বেও দেখা হয়েছিল দল দুটির। সেবার ডর্টমুন্ডের মাঠে থেকে ১-১ ড্র করে ফিরলেও নিজেদের মাঠে পার্ক দি প্রিন্সেসে তারা জিতেছিল ২-০ গোলের ব্যবধানে। সেই ফলাফলই আত্মবিশ্বাস দিচ্ছে প্যারিসিয়ানদের।

এছাড়াও প্যারিসিয়ানরা আত্মবিশ্বাস পাচ্ছেন ২০২০ সালের ফলাফলেও। ফাইনাল খেলার পথে সেবার ইদুনা পার্কে ১-২ ব্যবধানে হারলেও নিজেদের মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল পিএসজি। তাতে ৩-২ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে উঠেছিল তারাই। যদিও ফাইনালে শেষ পর্যন্ত আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে ০-১ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয় দলটি।

আগামী মঙ্গলবার পার্ক দি প্রিন্সেসে ফিরতি লেগের ম্যাচে মাঠে নামবে দলদুটি। সেই ম্যাচ জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী এনরিকে, 'আমি নিশ্চিত আমরা যোগ্যতা অর্জন করব। ঘরের মাঠে আমরা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে খেলব। এই মৌসুমে এই প্রথম আমরা ঘরের মাঠে আমাদের দ্বিতীয় লেগ খেলব। আমাদের হারানোর কিছু নেই এবং আমরা (কাঙ্ক্ষিত) ফলাফলটি খুঁজে পাব।'

নিজেদের চেনা মাঠে স্বাগতিক সমর্থকরাই তাদের জয়ের রশদ যোগাবেন বলে বিশ্বাস করেন এই স্প্যানিশ কোচ, 'এখানে পরিবেশ চমৎকার ছিল, বিশেষ করে আমাদের ৩০০০ সমর্থক। ফিরতি লেগে ব্যাপারটা আলাদা হবে। আমাদের ৩০০০ ভক্ত আজ রাতে গান গাওয়া বন্ধ করেনি, সেখানে প্যারিসে ৫০,০০০ থাকবে। আমরা পরের সপ্তাহে একবারও বল হারাবো না। আমরা যোগ্যতা অর্জন করব। নিজেদের গর্বিত করাই আমাদের উদ্দেশ্য।'

জয় চাইলেও এদিনের ফলাফলে খুব একটা অসন্তুষ্ট নন এই কোচ, 'এটা ফুটবল। প্রায়ই এখানে আশ্চর্যজনক কিছু হয় এবং অন্য সময় এমনটা নয়। আমরা একটি ভিন্ন পরিস্থিতিতে থাকতে পছন্দ করতাম, কিন্তু আমি মনে করি আপনি যখন এটা দেখেন এটা খুব সমান সমান ম্যাচ ছিল। আর কেউ বলেনি যে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল খুব সোজা হবে।'

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

9h ago