আর্সেনালের খেলোয়াড়রা এখন টটেনহ্যামের প্রবল সমর্থক

kai havertz

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যানচেস্টার সিটির লড়াইয়ে সবচেয়ে আগ্রহ আর্সেনালের। টটেনহ্যাম যদি সিটিকে রুখে দিতে পারে তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার একটা আশা তৈরি হয়ে যাবে তাদের। এই সমীকরণ মাথায় রেখে টটেনহ্যামকে প্রবল সমর্থন করার কথা জানালেন আর্সেনাল তারকা কাই হাভার্টজ।

ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচ খেলে ৮৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৮৫। নিজেদের শেষ ম্যাচে সিটি খেলবে অপেক্ষাকৃত দুর্বল দল ওয়েস্ট হ্যামের বিপক্ষে। অন্য দিকে আর্সেনালের শেষ ম্যাচের প্রতিপক্ষ এভারটন।

দুই দলই শেষ ম্যাচ হারার কথা না। সেই হিসেবে টটেনহ্যামের বিপক্ষে সিটির ম্যাচই বেশি গুরুত্বপূর্ণ। সিটি হেরে গেলে তো কথাই নেই, ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে লিগ জেতার সুযোগ আর্সেনালের।

এমন বাস্তবতায় দাঁড়িয়ে হাভার্টজ বলছেন তিনি এবং তারা এখন কড়া টটেনহ্যাম সমর্থক, 'এই ম্যাচে আমি সর্বকালের সবচেয়ে বড় টটেনহ্যাম সমর্থক থাকব। আশা করছি ভালো কিছুই হবে।'

সিটির হার কামনার সঙ্গে নিজেদের কাজটাও করতে হবে আর্সেনালকে। রোববার রাতে তারা অবশ্য সেই কাজটা এগিয়ে রেখেছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ১-০ গোলে। শেষ ম্যাচটাতেও যাতে পা না হড়কায় সেজন্য সতর্ক থাকার কথা জানান হাভার্টজ, 'এই ম্যাচের (সিটি বনাম টটেনহ্যাম) ফল আমাদের পক্ষে আসা দরকার। তবে এটাও জানি নিজেদের শেষ ম্যাচে কাজটাও করতে হবে আমাদেরই। আমরা চেয়েছি প্রিমিয়ার লিগের শেষ দিনে শিরোপার সম্ভাবনা নিয়ে নামব, সেটা করতে পেরেছি।'

Comments

The Daily Star  | English

Bangladesh at a historic crossroads: Dr Kamal Hossain

Eminent jurist Dr Kamal Hossain today said Bangladesh stands at a turning point of history following recent mass uprisings

1h ago