বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায় সকারুরা। দুপুরে ঢাকায় পা রাখলেও এদিন কোনো অনুশীলন করবে না ফিফা র‍্যাংকিংয়ে ২৪ নম্বরে থাকা দলটি।

আগামী ৬ জুন বসুন্ধরা কিংস অ্যারিনায় ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে দলদুটি। প্রথম লেগের ম্যাচে তাদের মাঠে ৭ গোল হজম করেছিল বাংলাদেশ। অবশ্য সেই ম্যাচের সব খেলোয়াড় নেই অস্ট্রেলিয়া দলে। প্রায় অর্ধেক খেলোয়াড় পরিবর্তন করেছে তারা।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনবার মুখোমুখি সকারুদের চেয়ে ১৬০ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ। প্রতিবারই বড় ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইয়ে ০-৫ ও ০-৪ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। গত নভেম্বর মেলবোর্নে তো সাত গোল হজম করে অসহায় আত্মসমর্পণ করে দলটি।

'আই; গ্রুপে চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। লেবাননের বিপক্ষে ড্র করে এই পয়েন্ট পেয়েছে জামাল ভুঁইয়ারা।

দ্বিতীয় লেগের আগে গত রোববার দলের প্রথম অনুশীলনের পর বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানা বলেছিলেন, 'সবাই জানে যে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তবে আমরা সবাই তাদের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত এবং ফিট। অস্ট্রেলিয়ায় যা ঘটেছে ঘরের মাঠে তার পুনরাবৃত্তি চাই না।'

'আমাদের ঘরের মাঠে আমরা ভালো পারফর্ম করতে পারি এবং আমরা সবাই ঘরের সুবিধা কাজে লাগিয়ে তাদের বিপক্ষে আরও ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী... মেলবোর্নে ঠান্ডা আবহাওয়ায় আমরা সমস্যার সম্মুখীন হয়েছিলাম।'

এদিকে, অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে আসন্ন বাছাইপর্বের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবেরেরা। ৬ জুন ম্যাচ খেলে সেই রাতেই ঢাকা ছাড়বে অস্ট্রেলিয়া। আর ১১ জুন লেবাননের বিপক্ষে খেলতে কাতার যাবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English
rally demanding ban on awami league in Dhaka

Blockade at Shahbagh demanding AL ban

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

3h ago