কলম্বিয়া ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

আজ রাতেই কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

চিলির বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয়ের ম্যাচে চোট পেয়েছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার ও নিকোলাস গঞ্জালেজ। তবে ম্যাক অ্যালিস্তার চোট কাটিয়ে সুস্থ হলেও এখনও শঙ্কা রয়েছে গঞ্জালেজকে নিয়ে। তাতে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন আসতে পারে বলেই জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

বাংলাদেশ সময় আজ রাত আড়াইটায় রবার্তো মেলেন্দেজ মেত্রোপলিতন স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের অষ্টম রাউন্ডের এই ম্যাচের জন্য রোববার সন্ধ্যায় ব্যারানকুইলায় পৌঁছেছে আলবিসেলেস্তেরা।

লিওনেল মেসি এবং আনহেল দি মারিয়াকে ছাড়া এমনিতেই একটি নতুন পরিকল্পনা নিয়ে ভাবতে বাধ্য করে স্কালোনিকে। যদিও ঘরের মাঠে চিলিকে স্বাচ্ছন্দ্যেই হারায় তারা। তবে চোট সমস্যায় পরিকল্পনায় ফের বদল আনতে হতে পারে কোচকে, 'আমরা পরিবর্তন আনতে যাচ্ছি। আমরা জানি না কতগুলো। আমরা করব। ম্যাচের আগে আমরা সিদ্ধান্ত নিব।'

অ্যাডাক্টর পেইন কাটিয়ে ওঠায় ম্যাক অ্যালিস্তার প্রথম একাদশে থাকবেন বলেই জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তবে গোড়ালির চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি গঞ্জালেজ। তার পরিবর্তে প্রাথমিকভাবে পাওলো দিবালাকে ভাবা হলেও জিওভানি লো সোলসোকে দেখার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ৪-৪-২ পদ্ধতিতে খেলতে পারে তারা।

মিডফিল্ডে তাদের সঙ্গী রদ্রিগো দি পল ও এনজো ফার্নান্দেজের জায়গা নিশ্চিত। আক্রমণভাগে থাকছেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ। এদিকে লুইস দিয়াজের কথা বিবেচনা করে মার্কাস আকুনাকে বিবেচনা করলেও লিসান্দ্রো মার্তিনেজই থাকছেন লেফট- ব্যাক হিসেবে। সেন্টার-ব্যাকে তাই ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গী থাকছেন নিকোলাস ওতামেন্দিই।

কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, জিও লো সেলসো; হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ।

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

38m ago