রদ্রি ভেবে দি পলকে 'আক্রমণ' ভিনিসিয়ুস ভক্তদের

কথায় বলে, 'নামে নামে জমে টানে।' একই ধরণের নাম হলে মাঝেমধ্যে নানা ঝক্কি পোহাতে হয় অনেককেই। ঠিক এমন ঘটনাই ঘটেছে অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলের ক্ষেত্রে। সামাজিকমাধ্যমে রদ্রি ভেবে তার একাউন্টে আক্রমণাত্মক মন্তব্য করে ক্ষোভ ঢালছেন রিয়াল মাদ্রিদ সমর্থকরা।

বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর পেয়েছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। পেছনে ফেলেছেন সাম্প্রতিক সময়ে আলোচনার তুঙ্গে থাকা ভিনিসিয়ুস জুনিয়রকে।

গত কয়েকদিন থেকেই গুঞ্জন ছিল এবারের ব্যালন ডি'অর জিততে যাচ্ছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। সবশেষ এল ক্লাসিকোতেও বার্সেলোনার মিডফিল্ডার গাভির সঙ্গে তর্কের এক পর্যায়ে ভিনিও বলেছিলেন, সোমবারই ব্যালন ডি'অর জিততে যাচ্ছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পাশা যায় উল্টে। তাতে বেজায় খেপে যায় রিয়াল মাদ্রিদ। অনুষ্ঠানে অংশই নেয়নি ক্লাবটির কেউ।

শুধু ক্লাব কর্তৃপক্ষ  নয়, ভিনিসিয়ুস মর্যাদার এই পুরস্কার না পাওয়ার পর থেকেই সামাজিকমাধ্যমে রদ্রিকে গালিগালাজ সহ আক্রমণাত্মক মন্তব্য করতে থাকেন সমর্থকরাও। তবে রদ্রি ভেবে যার একাউন্টে ক্ষোভ ঢালছেন তারা আদতে সেই একাউন্টটি অ্যাতলেতিকোর রদ্রিগো দি পলের।

বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমা পেলেও রদ্রি ব্যক্তিগতভাবে কোনো সামাজিকমাধ্যম ব্যবহার করেন না। ইনস্টাগ্রামে 'রদ্রি' লিখে সার্চ দিলে সবার প্রথমেই আসে দি পলের একাউন্ট। তাই তাকেই ব্যলন ডি'অর পাওয়া খেলোয়াড় ভেবে গালিগালাজ করতে থাকেন রিয়াল সমর্থকরা। অবশ্য তাদের ভুল ধরিয়ে দিতে দি পলের ভক্তরাও নানা ধরণের মন্তব্য করেন।

Comments

The Daily Star  | English

Israel launches major attack on Iran

‘Nuclear plant, military sites’ hit; strikes likely killed Iranian chief of staff, top nuclear scientists; state of emergency declared in Israel, fearing Iranian retaliation

56m ago