মেয়েদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা, সমস্যা সমাধানে চেয়েছেন লিখিত বিবৃতি

টানা দ্বিতীয়বার সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ জিতে নেওয়ায় শনিবার অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিজয়ীদের সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সে অনুষ্ঠানের ফাঁকে নিজেদের সমস্যার কথাও জানিয়েছেন মেয়েরা। তবে এই সকল সমস্যার সমাধান করতে লিখিত বিবৃতি চেয়েছেন প্রধান উপদেষ্টা।

আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ দলের ২৩ ফুটবলার। তাদের সঙ্গে ছিলেন দলের ম্যানেজার মাহমুদা অনন্যা এবং প্রধান কোচ পিটার বাটলারও। প্রধান উপদেষ্টার সঙ্গে সকালের নাস্তা করার সঙ্গে নিজেদের নানা সমস্যা তুলে ধরেন খেলোয়াড়রা। সেই সমস্যা খুব শীগগিরই নিজ উদ্যোগে সমাধান করবেন বলে আশ্বাস দেন ইউনূস।

সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রধান উপদেষ্টার সঙ্গে খেলোয়াড়দের কী আলোচনা হয়েছে জানতে চাইলে বলেন, 'আজকে সকালের নাস্তায় মাননীয় প্রধান উপদেষ্টা সাফ জয়ী নারী ফুটবল দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। স্যার আজকে খুব ধৈর্য সহকারে নারী ফুটবল দলের প্রত্যেকের কথা শুনেছেন। তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন। এবং সেগুলোর বিষয়ে বিস্তারিত লিখিত দেওয়ার জন্য বলেছেন। এবং সেগুলো লিখিত পেলে আমরা যেন খুব দ্রুত ব্যবস্থা নিতে পারি।'

একই সঙ্গে প্রধান উপদেষ্টাকে নিজেদের স্বাক্ষর করা জার্সির সঙ্গে ফুটবলও উপহার দেন মেয়েরা। এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, 'আর নারী ফুটবল দলের ফুটবলাররাও স্যারকে প্রত্যেকের সাইন করা জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন। ... তাদের সমস্যাগুলোর বিস্তারিত আলোচনা হয়েছে। সেগুলো সমাধানে স্যার ব্যক্তিগতভাবে এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলেছেন।'

কোন ধরণের সমস্যা তুলে ধরা হয়েছে তা জানতে চাইলে আসিফ আরও বলেন, 'আবাসন সমস্যা, অনুশীলন, বেতন কাঠামো সব কিছু নিয়েই কথা হয়েছে। খোলামেলা আলোচনা হয়েছে। এখানে এমন না যে কোনো কিছু আসেনি, সব কিছুই এসেছে। এই সবগুলোই আমরা এড্রেস করব এবং সেজন্য প্রত্যেককেই বলা হয়েছে আমাদের লিখিত দিতে দুই তিন দিনের মধ্যে। এবং সরাসরি আমি স্যারকে সেটা পৌঁছে দিব।'

উল্লেখ্য, গত বৃহস্পতিবার, কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ শিরোপা অক্ষুণ্ণ রাখে বাংলাদেশ দল। শুক্রবার ঢাকায় ফেরার পর জমকালো সংবর্ধনা পান চ্যাম্পিয়নরা।

যেখানে একটি ছাদখোলা বাসে শহরের চারপাশে ভ্রমণ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদর দফতরে পৌঁছান মেয়েরা। যেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও তাদের অভ্যর্থনা জানান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকার চেক দেওয়া হয় তাদের। এছাড়া তাদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

Comments

The Daily Star  | English

CA accords reception to SAFF winning women's team, asks for written demands

Professor Muhammad Yunus asked the players to submit a list of their demands in writing, assuring them of working on those in the coming days.

2h ago