ঢাকায় যুব উৎসবে আসার আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট

আবারও বাংলাদেশের আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ এর ফাঁকে বেশ কয়েকজন বিশ্ব নেতা ও সংস্থার প্রধান কর্মকর্তার বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার সঙ্গে। সেখানে ফিফা প্রধানকে উৎসব সম্পর্কে অবহিত করেন এবং স্বনামধন্য মহিলা ফুটবল দলকে বাংলাদেশে আনতে তার সহায়তা কামনা করেন অধ্যাপক ইউনূস।

বর্তমানে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে বাকুতে চার দিনের এক সরকারি সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা। এই সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে পৌঁছেছেন সোমবার। সফর শেষে ১৪ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে তার।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের অক্টোবরে এক দিনের ঝটিকা সফরে একবার ঢাকায় এসেছিলেন ইনফান্তিনো।

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

9h ago