খেলোয়াড়দের একের পর এক চোট নিয়ে চিন্তায় ব্রাজিল কোচ

ছবি: এএফপি

একজন সেরে উঠেন তো নতুন করে আরও দুজন চোটে পড়েন। একের পর এক চোট সমস্যায় তাই জেরবার অবস্থা ব্রাজিল দলের। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে কন্ঠে অনেকটা অসহায়ত্ব ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের।

বৃহস্পতিবার ভেনেজুয়ার মাঠে গিয়ে তাদের মুখোমুখি হবে ব্রাজিল, পাঁচদিন পর ঘরের মাঠে খেলবে উরুগুয়ের বিপক্ষে। 

এই দুই ম্যাচে ব্রাজিল দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র, যিনি ঘাড়ের চোটে ব্রাজিলের সর্বশেষ ম্যাচ খেলতে পারেননি। লা লিগায় ওসাসুনার বিপক্ষে হ্যাটট্রিক করে দারুণ ছন্দ দেখানো ভিনিসিয়ুস ফিরলেও রিয়াল মাদ্রিদের ওই ম্যাচেই চোটে পড়েন রদ্রিগো আর এডার মিলিতাও। মিলিতায় এসিএলের চোটে ৯ মাসের জন্য বাইরে চলে গেছেন। রদ্রিগো অতদিনের জন্য না হলেও তাকে আপাতত পাচ্ছে না ব্রাজিল।

বুধবার সংবাদ সম্মেলনে দরিভাল বলেন, 'আমার মনে সম্প্রতি আমরা বেশ জটিল পরিস্থিতিতে পড়েছি।  দুর্ভাগ্যজনকভাবে একের পর এক চোট..এবার মিলিতাও।'

দরিভাল জানান মিডফিল্ডার আন্দ্রে ও লেফট ব্যাক গিহেরমে আরানার ফিটনেসও খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যগত কারণে এই দুজনও অনুশীলন মিস করেছেন।

'ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর বিশদ পর্যবেক্ষণ হবে। আমরা এখন যেসব চোট সমস্যা আছে সেগুলো কাটিয়ে উঠার চেষ্টা করছি।'

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার দীর্ঘ এক বছর পর ফিরলেও দুই ম্যাচ খেলেই নতুন করে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে এক মাসের জন্য বাইরে চলে গেছেন। নেইমারের ফেরার প্রার্থনায় দরিভাল, 'নেইমারের ফেরা ধীরে ধীরে হচ্ছে। এটা খুব সহজ না। কেউ চায় না এমন হোক, কিন্তু হয়ে যায়। আমরা তার দ্রুত ফিরে আসার প্রার্থনা করছি।'

১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে চারে আছে ব্রাজিল। শুরুতে বাজে খেলার পর গত কিছু ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। এই ধারা ধরে রাখতে চান ব্রাজিল কোচ, 'গত দুই ম্যাচ যেমন খেলেছি তেমন যদি খেলতে পারি তাহলে মোমেন্টাম ধরে রাখা যাবে। আমরা উন্নতির ধারা দেখিয়েছি, সেটা ধরে রাখতে চাই।'

 

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

59m ago