সাউদাম্পটনে যোগ দিচ্ছেন এন্দ্রিক!

পালমেইরাস থেকে বেশ হৈচৈ ফেলে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান বিস্ময় বালক এন্দ্রিক। তবে ক্লাবে জায়গাটা পাকাপাকি করে নিতে পারেননি এই তরুণ। অধিকাংশ সময়ই থাকতে হচ্ছে বেঞ্চে। তাও অনিয়মিত। তাই আগামী জানুয়ারিতে তাকে ধারে পাঠানোর কথা ভাবছে রিয়াল। যে তালিকার শুরুতেই রয়েছে ইংলিশ ক্লাব সাউদাম্পটন।

এবার গ্রীষ্মে যখন এন্দ্রিক রিয়ালে যোগ দেন, তখন জানাই ছিল ক্লাবে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন তিনি। কারণ ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর মতো খেলোয়াড়ের সঙ্গে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপেও। ফরোয়ার্ড লাইনের তিন খেলোয়াড়ের জায়গা পাকা।

তবে এদের কেউই সেন্টার স্ট্রাইকার না হওয়ায় টিকে যাওয়ার ভালো সুযোগ ছিল এন্দ্রিকের সামনে। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেননি। রিয়ালের জার্সিতে সবমিলিয়ে এবার ১০টি ম্যাচ খেলেছেন এই তরুণ। যেখানে গোল করেছেন দুটি। এখনও লা লিগা শুরুর একাদশে জায়গা হয়নি। স্প্যানিশ টপ-ফ্লাইটে খেলার সময় ৫৪ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ।

সবমিলিয়ে তাই এন্দ্রিককে লোনে পাঠানো যেতে পারে বলে পরামর্শ দেওয়া হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, টটেনহ্যাম সহ প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাব রয়েছে এই তালিকায়। কিন্তু সাউদাম্পটনে যাওয়ার কথা ভাবছেন এন্দ্রিক। রেলিগেশন ডগফাইটে থাকা দলটি আক্রমণাত্মক অনুপ্রেরণা চায়।

এছাড়াও তালিকায় আছে ইতালিয়ান ক্লাব এএস রোমা। ক্লাবটির কোচ ক্লাউদিও রানিয়েরি এই প্রতিভাবান কিশোর পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ করে দিতে আগ্রহী। রয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদোলিদের নামও। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি এন্দ্রিক।

চলতি বছরের গ্রীষ্মে পালমেইরাস থেকে ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এন্দ্রিককে কিনে আনে রিয়াল। স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে তার চুক্তি আগামী ২০৩০ সাল পর্যন্ত। জানেন ক্লাবে তার সময় আসবে। এর আগে নিজের যোগ্যতা প্রমাণ করার প্রক্রিয়াকে দ্রুততর করতেই ধারে যাওয়ার কথা বিবেচনা করছেন এই তরুণ।

Comments

The Daily Star  | English

Fakhrul urges EC to work swiftly for fair, acceptable election

Prof Yunus deserves thanks for instructions over polls preparations

2h ago