জয় পেলেও সরাসরি শেষ ষোলোতে জায়গা পেল না রিয়াল

নিজেদের কাজটা ঠিকই করলো রিয়াল মাদ্রিদ। ব্রেস্তের বিপক্ষে বড় জয়ই তুলে নিয়েছে তারা। কিন্তু তবুও লক্ষ্য পূরণ হয়নি তাদের। অন্য ম্যাচগুলোর ফলাফল পক্ষে যায়নি তাদের। তাই সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে খেলার স্বপ্ন ম্লান হয়ে গেলো তাদের।

বুধবার রাতে গুইনগ্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে স্বাগতিক ব্রেস্তকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। অপর গোলটি করেছেন জুড বেলিংহ্যাম।

এই জয়ে শেষ পর্যন্ত একাদশ স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে রিয়াল। আট ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট তাদের। তাদের হারাতে পারলে সরাসরি শেষ ষোলোতে খেলার সুযোগ ছিল ব্রেস্তেরও। তবে এই হারে ১৩ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থেকে সন্তুষ্ট থাকতে হচ্ছে ফরাসি ক্লাবটির।

তবে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে শুরুটা ভালো না হলেও শেষ ধাপে চিরচেনা রাজকীয় রূপ দেখাতে পেরেছে রিয়াল। পুরো ম্যাচেই দাপট দেখানো দলটি খুব কম সুযোগ দিয়েছিল প্রতিপক্ষকে, পাশাপাশি নিজেদের সৃষ্ট সুযোগের বেশিরভাগই কাজে লাগিয়েছে। আর সেখানে দলকে অনুপ্রাণিত করেছেন রদ্রিগো।

এমন দাপুটে জয়ের পর সরাসরি শেষ ষোলোতে জায়গা না পাওয়া হতাশার লস ব্লাঙ্কোসদের। তারচেয়েও বড় অস্বস্তির সংবাদ প্লে-অফে তারা মুখোমুখি হতে পারে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। যদিও সাম্প্রতিক সময়ে অফফর্মে রয়েছে তারা। তবে দারুণ কিছু করা অসম্ভব নয় ইংলিশ দলটির জন্য।

ম্যাচের প্রথমার্ধে মূল আক্রমণ আসে বাঁ প্রান্ত থেকে। সেই জায়গায় রদ্রিগো ও এমবাপে ছিলেন নিখুঁত সমন্বয়ে খেলেছেন। একজন নিচে নেমে বল নিচ্ছিলেন, আরেকজন দৌড়ে উপরে উঠে জায়গা তৈরি করেন। বেশ কয়েকটি সুযোগ পান এমবাপে। যদিও শট লক্ষ্যে রাখতে পারেননি।

তবে রদ্রিগোর সঙ্গে যেন চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর সম্পর্ক। আর তার এবারের সাক্ষী ব্রেস্ত। ২৭তম মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে একজনকে কাটিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান। ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। লুকাস ভাসকেসের পাস গোলমুখে বল পেয়ে আলতো টোকায় জালে পাঠান এই মিডফিল্ডার। ৭৮তম মিনিটে এমবাপের নেওয়া শট গোলরক্ষক আটকালে ফিরতি বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো।

 

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

58m ago