সেমিতে অ্যাতলেতিকোকে পেল বার্সা, রিয়ালের প্রতিপক্ষ সোসিয়েদাদ

কোপা দেল রে'তে এবার টিকে ছিল স্পেনের তিন জায়ান্ট দলই। তাই সেমি-ফাইনালেই 'এল ক্লাসিকো' ম্যাচ হওয়ার দারুণ সম্ভাবনা ছিল। তবে তেমন কিছু হয়নি। শেষ পর্যন্ত অ্যাতলেতিকো মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।
বুধবার লাস রোসাসের সিউদাদ দেল ফুটবলে স্প্যানিশ কোপা দেল রে'র ড্র অনুষ্ঠিত হয়। 'এল ক্লাসিকো' না হলেও উত্তেজনাপূর্ণ সেমিফাইনালের দুটি ম্যাচই দর্শকদের জন্য দারুণ রোমাঞ্চ বয়ে আনবে নিশ্চিতভাবেই। সেমিফাইনালে 'এল ক্লাসিকো' না থাকলেও ফাইনালে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। রয়েছে মাদ্রিদ ডার্বি হওয়ার সম্ভাবনাও।
কোপার আগের ধাপগুলোতে এক লেগে খেলা হলেও সেমিফাইনাল দুটি লেগে অনুষ্ঠিত হবে। বার্সেলোনা-অ্যাতলেতিকো ম্যাচের প্রথম লেগ অনুষ্ঠিত হবে মন্টজুইকে, আর ফিরতি লেগ হবে মেট্রোপলিতানোতে। অপর সেমি-ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আনোয়েতায়, আর ফিরতি লেগ হবে সান্তিয়াগো বার্নাব্যুতে।
প্রথম লেগ অনুষ্ঠিত হবে দুই সপ্তাহের মধ্যে, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার ও বুধবার)। তখন চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ শেষ হয়ে যাবে এবং ইউরোপীয় প্রতিযোগিতার শেষ ষোলোর লড়াই শুরুর ঠিক আগের সপ্তাহে। ফিরতি লেগের জন্য অপেক্ষা করতে হবে ১ ও ২ এপ্রিল পর্যন্ত, আন্তর্জাতিক বিরতির পরপরই।
এবার কোপা দেল রে'র ফাইনাল অনুষ্ঠিত হবে লা কার্তুহায়। ফাইনাল ম্যাচটি নির্ধারিত হয়েছে ২৬ এপ্রিল, অর্থাৎ ইস্টারের পরের সপ্তাহে। টানা ষষ্ঠবারের মতো সেভিয়ার ঐতিহাসিক এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোপা দেল রে'র ফাইনাল।
Comments