রিয়ালের 'লা লিগা ছাড়ার' হুমকি, বিদেশি লিগে আশ্রয়ের খোঁজ!

লা লিগার রেফারিং নিয়ে সাম্প্রতিক সময়ে খুশি নয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বেশ কিছু ম্যাচেই বিতর্কিত রেফারিংয়ের অভিযোগ তুলে বেজায় চটে রয়েছে লস ব্লাঙ্কোসরা। অবস্থা এমনই স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তে প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, লা লিগা ছাড়ার কথা ভাবছে রিয়াল মাদ্রিদ।
বর্তমানে লিগের শীর্ষে রয়েছে এবং শিরোপার দৌড়ে এগিয়ে আছে স্প্যানিশ ফুটবলের এই পরাশক্তি। কিন্তু ক্লাবটি লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস ও স্পেনের রেফারিদের সংগঠনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে তারা। কিছু বিতর্কিত রেফারিং সিদ্ধান্তের কারণে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ক্ষুব্ধ।
এরমধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো, এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে কিলিয়ান এমবাপের ওপর প্রতিপক্ষ খেলোয়াড় কার্লোস রোমেরোর মারাত্মক ফাউল করে লাল কার্ড না পাওয়া। পরবর্তীতে সেই রোমেরোই ম্যাচজয়ী গোল করেন।
সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় রিয়াল। লা লিগা সভাপতি তেবাস পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, 'ওরা বোধহয় পাগল হয়ে গেছে!' এরপর গত সপ্তাহান্তে ওসাসুনার বিপক্ষে ম্যাচে জুড বেলিংহ্যামের লাল কার্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে ক্লাবটি। কোচ কার্লো আনচেলোত্তি ব্যঙ্গ করে বলেন, 'ভিএআর হয়তো বন্ধই ছিল!'
সেই লাল কার্ডে দোষী প্রমাণ হলে ১২ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন বেলিংহ্যাম। আর সেই ম্যাচে ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করায় শীর্ষস্থান খোয়ানোর শঙ্কায় রয়েছে রিয়াল। বার্সেলোনার সামনে সুযোগ এসেছে রায়ো ভায়েকানোর বিপক্ষে জিতলে লিগ টেবিলে শীর্ষস্থান দখলের।
এ ধরণের নানা ঘটনায় রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে রেফারিদের সিদ্ধান্ত 'পরিকল্পিতভাবে প্রভাবিত' করা হচ্ছে। এর ফলে লা লিগার রেফারিরা ধর্মঘটের হুমকি দিয়েছেন। এই টানাপোড়নের মাঝেই স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত দাবি করেছে, রিয়াল মাদ্রিদ লা লিগা ছাড়ার জন্য বিকল্প খুঁজছে এবং বিদেশি লিগে 'আশ্রয়' নিতে চাইছে!
যদি ক্লাবটি সত্যিই লিগ পরিবর্তন করতে চায়, তবে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে প্রথমে ফিফার অনুমোদন নিতে হবে। এরপর লা লিগা কর্তৃপক্ষের সম্মতি প্রয়োজন হবে। এছাড়া, উয়েফার অনুমোদনও নিতে হবে, যদিও রিয়াল মাদ্রিদ কিছুদিন আগেও ইউরোপিয়ান সুপার লিগ গঠনের জন্য উয়েফা ছাড়ার পরিকল্পনা করছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ বিশ্বাস করে যে তেবাস অন্যান্য ক্লাবগুলোকেও তাদের বিরুদ্ধে একজোট করেছেন এবং একটি "অ্যান্টি-মাদ্রিদ" প্রচারণা চালাচ্ছেন।
এদিকে, ফোর্বস ম্যাগাজিনের মতে, রিয়াল মাদ্রিদের সম্ভাব্য গন্তব্য হতে পারে ফ্রান্স, জার্মানি বা ইতালির লিগ। তবে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে যাওয়ার সম্ভাবনা কম, কারণ অতীতে তারা ইংল্যান্ডে খেলার চিন্তা করলেও বাস্তবায়ন করতে পারেনি।
Comments