সৌদির 'মরুভূমিতে' শীতকালীন এশিয়ান গেমস

কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়েই অনেক আলোচনা-সমালোচনা। মরুভূমির গরমে কীভাবে সেখানে ফুটবল আয়োজন হবে এ নিয়ে এখনও শঙ্কিত ক্রীড়ামোদীরা। যদিও তাপমাত্রা নিয়ন্ত্রণে পুরো স্টেডিয়ামকে শীতাতপ নিয়ন্ত্রিত করার কাজ করেছে কাতার। এবার তো মরুর বুকে হতে যাচ্ছে শীতকালীন এশিয়ান গেমস।

২০২৯ সালের শীতকালীন এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে সৌদি আরবে। এ আসর আয়োজনের বিড জিতেছে তারা। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে শীতকালীন এশিয়ান গেমসের আয়োজক হতে যাচ্ছে মরুর দেশটি। তবে মরুর বুকে ২০২৯ সালের শীতকালীন এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে তা আগে থেকেই নির্ধারিত ছিল। কারণ, আয়োজক হওয়ার লড়াইয়ে সৌদির সঙ্গে ছিল কাতার।

সৌদি ক্রীড়ামন্ত্রী ও যুবরাজ আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল টুইটারে এশিয়ান গেমসের আয়োজক হওয়ার ঘোষণা লিখেছেন, 'সৌদি নেতৃত্ব এবং এইচআরএইচ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ক্রীড়া ক্ষেত্রের সীমাহীন সমর্থনের জন্য আমরা গর্বিত। ঘোষণা করছি যে, আমরা পশ্চিম এশিয়ার প্রথম দেশ হিসেবে শীতকালীন এশিয়ান গেমস ট্রোজেনা-২০২৯ এর বিড জিতেছি।'

তবে আলোচনা ওই একটি বিষয় নিয়েই। কীভাবে অনুষ্ঠিত হবে এ আসর। যেখানে আউটডোর স্কিইংয়ের মতো ইভেন্টও রয়েছে। তবে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তাবুককে আগামীতে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে এর মধ্যেই কাজ করছে সৌদি আরব। লোহিত সাগরের পাশে সাড়ে ২৬ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে শূন্য-কার্বনের একটি শহর তৈরি করবে তারা। শীতকালে এখানকার তাপমাত্রা থাকবে শূন্য ডিগ্রি সেলসিয়াস।

মূলত পাহাড়ি রিসোর্টটি সৌদি আরবের পরিকল্পিত নিওম প্রকল্পে আয়োজিত হবে ২০২৯ এশিয়ান শীতকালীন গেমস। এর জন্য ৫০০ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছে দেশটি। ২০২৬ সালের মধ্যে এর কাজ শেষ হবে বলে আশা করছে ট্রোজেনা ডেভেলপমেন্ট। যেখানে আউটডোর স্কিইং, একটি কৃত্রিম স্বাদু পানির হ্রদ এবং প্রকৃতি সংরক্ষণের মতো সুবিধাও থাকবে।

নিওমের প্রধান নির্বাহী নাধমি আল-নাসর এ প্রসঙ্গে বলেন, 'এই শীতকালীন গেমসকে একটি অভূতপূর্ব বৈশ্বিক ইভেন্টে পরিণত করার জন্য মরুভূমির কেন্দ্রস্থলে শীতকালীন পরিবেশ তৈরি করার জন্য ট্রোজেনার একটি উপযুক্ত অবকাঠামো থাকবে।'

নিওম হল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প। দেশটির উন্নয়ন পরিকল্পনার অধীনে তেলের উপর নির্ভরতা কমিয়ে খেলাধুলার উন্নয়নসহ অর্থনীতিতে পরিবর্তন আনার একটি অংশ।

Comments

The Daily Star  | English

Licence to fly: Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

12h ago