অন্যান্য খেলা

'বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি' প্রবর্তনের উদ্যোগ

বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। রোববার দুপুরে ফাউন্ডেশনের সভা কক্ষে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ১৪তম বোর্ড সভা শেষে বিষয়টি জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল।

বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। রোববার দুপুরে ফাউন্ডেশনের সভা কক্ষে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ১৪তম বোর্ড সভা শেষে বিষয়টি জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল।  

সভায় প্রতিমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত একটি প্রতিষ্ঠান তিনি শাহাদাৎ বরণের মাত্র ৯ দিন পূর্বে অসহায় দু:স্থ অসচ্ছল ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা ক্রীড়া বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী দিক নির্দেশনা ও উদার সহায়তায় ফাউন্ডেশনের গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।'

'মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিল হতে করোনাকালীন সময়ে ৩০ কোটি টাকাসহ মোট ৪০ কোটি টাকা সীডমানি প্রদান করেছেন। উক্ত সীডমানির মুনাফা এবং প্রতিবছর সরকারের রাজস্ব বাজেট হতে প্রাপ্ত অর্থ দ্বারা অধিক সংখ্যক ক্রীড়াসেবীকে মাসিক ক্রীড়া ভাতার প্রদান ও এককালীন বিশেষ অনুদান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে,' যোগ করেন প্রতিমন্ত্রী।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ গড়তে হবে বলে মনে করেন প্রতিমন্ত্রী। সেজন্য আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা শিক্ষাজীবনে তাদের নিয়মিত পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে দেশে বিদেশে কৃতিত্ব প্রদর্শন করে দেশের মানবসম্পদ উন্নয়নে অবদান রাখছে তাদের আরো উৎসাহিত করতে এ শিক্ষা বৃত্তি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করার লক্ষ্যে নির্বাচিত শিক্ষার্থীদের এ অর্থবছর থেকে প্রতিমাসে দুই হাজার টাকা করে মোট পাঁচ শত শিক্ষার্থীদের বছরে সর্বমোট ১ কোটি ২০ লক্ষ টাকার মাসিক শিক্ষা বৃত্তি দেওয়া হবে। এবং এ বৃত্তির নামকরণ করা হয়েছে 'বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি'।

তবে পর্যায়ক্রমে শিক্ষার্থী সংখ্যা এবং বৃত্তির টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে বলে সভায় উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

বোর্ড সভায় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো: নজরুল ইসলাম, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো: ফুয়াদ, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব কৃষ্ণেন্দু সাহাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

All 41 Indian workers rescued from tunnel after 17 days

Indian rescuers today pulled out all 41 construction workers trapped inside a collapsed tunnel in the Himalayas for 17 days, hours after drilling through the debris of rock, concrete, and earth to reach them, officials said

1h ago