চট্টগ্রামে বঙ্গমাতা এসএ গ্রুপ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট শুরু
দ্বিতীয় বারের মতো চট্টগ্রামে শুরু হয়েছে বঙ্গমাতা এসএ গ্রুপ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। এতে বাংলাদেশ ছাড়াও ৮টি দেশের ৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশন চট্টগ্রাম ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করেছে। খেলা চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম ক্লাবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী ট্রফি উন্মোচন এবং বলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাট্টগ্রাম ক্লাব লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, ফেডারেশনের সহসভাপতি মীর্জা সালমান ইস্পাহানি, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান এসএ গ্রুপের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম, চট্টগ্রাম ক্লাব লিমিটেডের স্কোয়াশের মেম্বার ইনচার্জ মো. সালামত উল্লাহ (বাহার) ও এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম।
প্রধান অতিথির বক্তব্যে ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি এই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দেশের খেলোয়াড়দের দক্ষতা ও খেলার মান উন্নয়নে সবাইকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
এসএ গ্রুপের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম বলেন, একটি শক্তিশালী, মেধাবী এবং কর্মঠ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সব সময় এই অভীষ্ট লক্ষ্য অর্জনে কাজ করে যেতে বদ্ধপরিকর।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম বলেন, স্কোয়াশ খেলাকে জনপ্রিয় করে দেশের মান-সম্মান ও ভাবমূর্তি উজ্জ্বল করতে বদ্ধপরিকর। বর্তমানের বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও এত বড় একটি প্রতিযোগিতার আয়োজনে এগিয়ে আসায় তিনি এসএ গ্রুপকে ধন্যবাদ জানান।
Comments