প্রতিটি নারী হয়ে উঠুক একজন আলোকিত নারী: শিরিন

সমাজে নারীর সমতার গুরুত্বের কথা তুলে ধরে এ লক্ষ্যে সচেতনতা বাড়ানোকে আন্তর্জাতিক নারী দিবসের অন্যতম উদ্দেশ্য মনে করেন তিনি।
ছবি: সংগৃহীত

নারীকে পুরুষের চেয়ে দুর্বল ও অধম ভাবার যে পুরুষতান্ত্রিক মানসিকতা বিদ্যমান রয়েছে, তাতে পরিবর্তন চান বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। সমাজে নারীর সমতার গুরুত্বের কথা তুলে ধরে এ লক্ষ্যে সচেতনতা বাড়ানোকে আন্তর্জাতিক নারী দিবসের অন্যতম উদ্দেশ্য মনে করেন তিনি।

গত বছরের ডিসেম্বরে জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানবী হন শিরিন। গ্রীষ্মকালীন ও জাতীয় প্রতিযোগিতা মিলিয়ে মোট ১৪ বার নারীদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন তিনি। গত সেপ্টেম্বরে গ্রীষ্মকালীন অ্যাথলেটিকসে তিনি ১১.৯৫ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন। ইলেকট্রনিক টাইমারে এটি নারীদের ১০০ মিটার স্প্রিন্টে নতুন জাতীয় রেকর্ড।

আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) পালন করা নিয়ে শিরিন বুধবার দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'এখনো যেহেতু নারীর প্রাপ্য অধিকার ও মর্যাদার সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি, তাই নারী দিবসকে কেন্দ্র করে বছরে একটি দিনও যদি সমাজের ভাবনায় বিষয়টি সচেতনভাবে উঠে আসে, তা আমাদের জন্যই মঙ্গলকর। প্রতিটি নারী হয়ে উঠুক একজন আলোকিত নারী।'

দেশের ক্রীড়াঙ্গনে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে সাতক্ষীরায় জন্মগ্রহণ করা নৌবাহিনীর এই অ্যাথলেটের মন্তব্য, 'পুরুষকে নারীর প্রতি সংবেদনশীল ও শ্রদ্ধাশীল হতে হবে। নারীকে পুরুষের চেয়ে দুর্বল ও অধম ভাবার একটি চর্চা পুরুষতান্ত্রিক সমাজে রয়েছে, এর বদল দরকার।'

'আমাদের দেশে নারীদের আরো সম্পৃক্ত করা দরকার দেশের সকল অঙ্গনে। তবেই আলোকিত জাতি গড়ে উঠবে। সেজন্যই সম্রাট নেপোলিয়ন বলেছেন, "আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব।"'

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী শিরিন যোগ করেছেন, 'নারী দিবসকে কেন্দ্র করে নানাজনের নানা ভাবনা থাকলেও প্রকৃত অর্থে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ও রাজনীতিতে নারীর অর্জন উদযাপন করা হলো আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য। এর পাশাপাশি সমাজে নারীর সমতার গুরুত্বের কথা তুলে ধরে এ লক্ষ্যে সচেতনতা বাড়ানোও এর আরেকটি উদ্দেশ্য।'

Comments

The Daily Star  | English
Bangladesh to get electricity from Nepal

Bangladesh to get electricity from Nepal through India

In the first phase, Nepal will export 40 MW of hydroelectricity to Bangladesh via Indian territory, PTI reported from Kathmandu

2h ago