গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন: রোমান সানা

সরকারি চাকুরীতে কোটা সংস্কারের দাবিতে পুরো দেশ এখন উত্তাল। শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হলেও ক্রমেই সারা দেশে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলন। সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে কেবল কোটায় নয়, পুরো দেশেই সংস্কারের প্রয়োজন বলে মনে করেন আর্চার রোমান সানা।

জাতীয় দল থেকে কিছুদিন আগে আচমকা অবসর নিয়েছিলেন রোমান। এরপর অবশ্য আবার ফিরেও এসেছেন। অংশ নিয়েছিলেন জাতীয় আর্চারিতে। পেয়েছিলেন পদকের দেখা। তবে সাম্প্রতিক সময়ে দেশের শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মা ঘোষণা করে সামাজিকমাধ্যমে লিখেছেন, 'শুধু কোটা নয়; গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন!'

এদিকে কোটা আন্দোলনের বিষয়টি গত কয়েক দিনে মারাত্মক আকার ধারণ করেছে। আন্দোলনকারিদের দমন করতে ছাত্রলীগ মাঠে নামার পর সহিংসতায় পৌঁছেছে। এরমধ্যেই দেশের বিভিন্ন স্থানে মারা গিয়েছেন অন্তত ছয় জন। আহত হয়েছে পাঁচ শতাধিক। ফলে পুরো বিষয়টি নিয়ে উদ্বিগ্ন দেশের সাধারণ জনগণ।

এদিকে রোমান সানার মতো সাহসী পদক্ষেপ না নিলেও শঙ্কা প্রকাশ করেছেন অনেক খেলোয়াড়ই। ক্রিকেট শরিফুল ইসলাম তার ফেসবুকে লিখেছিলেন, 'আমি একজন ক্রিকেটার হলেও একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।'

জাতীয় দলের ব্যাটার তাওহিদ হৃদয়ও ছাত্রদের পাশে দাঁড়িয়ে ফেসবুকে লিখেছেন, 'সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।'

বুধবার নিজের ফেসবুক পোস্টে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম লিখেছেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ।'

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago