পাকিস্তানের বিশকাপ দলে ফিরলেন ফখর
বিশ্বকাপের আগে উসমান কাদিরের চোট থেকে ফিরে আসার প্রত্যাশা করেছিল পাকিস্তান। কিন্তু চোট কাটিয়ে উঠতে না পারায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন এ লেগ স্পিনার। আর তার চোট ভাগ্য খুলে দিয়েছে ফখর জামানের। বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন এ টপ অর্ডার ব্যাটার। শুক্রবার এক বিবৃতিতে স্কোয়াডে পরিবর্তন আনার বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে স্কোয়াড থেকে উসমানকে বাদ দেওয়া হলেও রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। ২২ অক্টোবর গত ২৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডানহাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পান এ লেগি। পরে পরীক্ষায় চিড় ধরা পড়ে তার আঙুলে। মূল পর্ব শুরু হওয়ার আগে তার চোট মুক্ত হওয়ার সম্ভাবনা না থাকায় বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
গত এশিয়া কাপের ফাইনাল ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন ফখরও। তবে চোটের কারণে নয়, বাদ পড়েছিলেন ফর্মের কারণে। সাম্প্রতিক সময়ে ফর্মটা ভালো যাচ্ছিল না তার। চলতি বছরে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩.৭১ গড়ে করেছেন মাত্র ৯৬ রান। স্ট্রাইক রেট ছিল ১০২.১২। দুর্বল হংকংয়ের বিপক্ষে করেছিলেন একটি ফিফটি।
তবে আলোচনায় ছিল অভিজ্ঞ ব্যাটার শোয়েব মালিককে ফেরানোর ব্যাপার নিয়েও। তবে শেষ পর্যন্ত তার উপর ভরসা রাখতে পারেননি পাক ম্যানেজমেন্ট। তবে ফখরকে বিশ্বকাপ দলে না রাখা নিয়ে হয়েছে অনেক চর্চা। তাকে দলে নেওয়ার পক্ষে ছিলেন দেশটির বেশির ভাগ সাবেক ক্রিকেটাররা।
বিশ্বকাপের আগে আগামী ১৭ অক্টোবর ইংল্যান্ড ও ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। এ দুই ম্যাচে ফিটনেস যাচাই করে দেখা হবে ফখরের। একই সঙ্গে এ দুই ম্যাচে ফিটনেস যাচাই করা হবে পেসার শাহিন শাহ আফ্রিদিরও।
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ফখর জামান।
রিজার্ভ: উসমান কাদির, মোহাম্মদ হারিস ও শাহনাওয়াজ দাহানি।
Comments