অস্ট্রেলিয়ায় কখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা নিয়ে সাকিবের খোঁচা

শনিবার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৬ অধিনায়ক নিয়ে আয়োজন হয় সংবাদ সম্মেলন।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পার করে দিলেও অস্ট্রেলিয়ায় কখনো দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। অস্ট্রেলিয়ার মাঠে তার অভিজ্ঞতা বলতে ওয়ানডে বিশ্বকাপ ও বিগ ব্যাশ খেলা। বিস্ময়কর লাগলেও সত্য দেশটিতে কখনো টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ। সব মিলিয়ে এবার নতুন অভিজ্ঞতায় পড়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৬ অধিনায়ক নিয়ে আয়োজন হয় সংবাদ সম্মেলন। তাতে বাংলাদেশ অধিনায়কের দিকে স্থানীয় গণমাধ্যমের আগ্রহ ছিল না। ভারত-পাকিস্তানের সাংবাদিকদের সরব উপস্থিতি থাকলেও সেখানে বাংলাদেশের কোন সাংবাদিক ছিলেন না। একদম শেষ দিকে তাই সঞ্চালকই সাকিবের কাছে জানতে চান বিশ্বকাপ ভাবনা।

বাংলাদেশ অধিনায়ক জবাবে জানাতেন নতুনত্বের রোমাঞ্চ টের পাচ্ছেন তারা,   'আমাদের খুব রোমাঞ্চকর একটা দল আছে, বেশিরভাগই নতুন। এটা খুব ভাল অভিজ্ঞতা হবে। আমিসহ সবাই অস্ট্রেলিয়ায় প্রথমবার টি-টোয়েন্টি খেলব। এটা একটা নতুন ব্যাপার।'

16 Captains ICC Men's T20 World Cup 2022
ছবি: আইসিসি

সাকিবের আন্তর্জাতিক অভিষেকের তিন বছর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশ। তখন টি-টোয়েন্টি সংস্করণেরই আবির্ভাব হয়নি। সেই সফরে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এরপর আর সেদেশে দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ মেলেনি। ২০১৫ বিশ্বকাপে গিয়ে আবার ওয়ানডে খেলার সুযোগ পেলেও অজি ভূমিতে কুড়ি ওভারের ক্রিকেটের স্বাদ আর নেওয়া হয়নি। সাকিবের দেওয়া তথ্যে সঞ্চালকও কিছুটা চমকে গেলেন। তিনি বলেন, 'আমি বুঝতেই পারিনি তুমি আগে এখানে টি-টোয়েন্টি খেলনি?' সাকিবের উত্তর, 'হ্যাঁ, আমি ১৫ বছর ধরে খেলছি, তাও।' 

এবার বিশ্বকাপে নামার আগে ফর্ম নিয়ে বেশ চিন্তায় বাংলাদেশ দল। শেষ মুহূর্তে বিশ্বকাপ দলেও আনতে হয়েছে দুটি বদল। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সবগুলো ম্যাচেই হারতে হয়েছে। তবে সাকিব বলছে প্রস্তুতির দিক থেকে তা বেশ কাজে দিয়েছে তাদের,  'আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। ক্রাইস্টচার্চে চারটা ম্যাচ খেলেছি দুটি ভাল দলের বিপক্ষে। কী করতে হবে না করতে হবে বুঝতে পেরেছি। আমার মনে হয় ভালোভাবে প্রস্তুতি নিয়েছি।'

সোমবার ব্রিসবেনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচ খেলবে বাংলাদেশ, বুধবার ওয়ার্মআপ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রথম রাউন্ড পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে লড়াই করবেন সাকিব আল হাসানরা

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

6h ago