টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সময়সূচি
পর্দা উঠেছে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের। রোববার বাংলাদেশ সময় সকাল ১০টায় শ্রীলঙ্কা বনাম নামিবিয়ার খেলা দিয়ে শুরু হয়েছে চার-ছক্কার ক্রিকেটের বিশ্ব আসর। নির্ধারিত সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকায় বাংলাদেশকে এবার খেলতে হচ্ছে না গ্রুপ পর্ব। সরাসরি সুপার টুয়েলভে খেলবে সাকিব আল হাসানের দল।
অস্ট্রেলিয়ায় খেলা হলেও এবার খেলা দেখা নিয়ে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না বাংলাদেশি দর্শকদের। বাংলাদেশ সময় অনুযায়ী, সবগুলো ম্যাচই মাঠে গড়াবে দিনের আলোতে। ফলে রাত জেগে থাকতে হবে না বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের।
সুপার টুয়েলভে বাংলাদেশের অধিকাংশ খেলা শুরু হবে সকালে। কেবল ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচটি শুরু হবে দুপুরে। বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্ব পেরিয়ে আরও দুটি দল যুক্ত হবে এই গ্রুপে। 'এ' গ্রুপের রানার্সআপ ও 'বি' গ্রুপের চ্যাম্পিয়নরা যোগ দেবে সাকিব-বিরাট কোহলিদের গ্রুপে।
আগামী ২৪ অক্টোবর হোবার্টের বেলরিভ ওভালে 'এ' গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। এরপর ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এক ঘণ্টা আগেই মাঠে নামবে টাইগাররা, খেলাটি শুরু হবে সকাল ৯টায়।
৩০ অক্টোবরও একই সময়ে মাঠে নামবে বাংলাদেশ। ব্রিসবেনের গ্যাবায় ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ হবে 'বি' গ্রুপের এক নম্বর দল। ২ নভেম্বর বিরাট-রোহিত শর্মাদের ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ খেলবেন সাকিব-আফিফ হোসেনরা। আগামী ৬ নভেম্বর সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। এরপর ৯ ও ১০ নভেম্বর হবে সেমির লড়াই। এরপর ১৩ নভেম্বর মেলবোর্নের এমসিজিতে ফাইনাল দিয়ে পর্দা নামবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের।
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | বাংলাদেশ সময় |
২৪ অক্টোবর | কোয়ালিফায়ার 'এ' গ্রুপ রানার্সআপ | হোবার্ট | সকাল ১০টা |
২৭ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা | সিডনি | সকাল ৯টা |
৩০ অক্টোবর | কোয়ালিফায়ার 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন | ব্রিসবেন | সকাল ৯টা |
২ নভেম্বর | ভারত | অ্যাডিলেড | দুপুর ২টা |
৬ নভেম্বর | পাকিস্তান | অ্যাডিলেড | সকাল ১০টা |
এছাড়া, বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিবরা। ১৭ অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান ও ১৯ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচই হবে ব্রিসবেনে।
Comments