রাজার ব্যাটে জয় দিয়ে বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি তো বটেই ওয়ানডে বিশ্বকাপের শেষ আসরে জায়গা করে নিতে পারেনি জিম্বাবুয়ে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরেই শুরুটা তারা জয়েই রাঙিয়েছে দলটি। অভিজ্ঞ ব্যাটার সিকান্দার রাজার রাজার দুর্দান্ত ব্যাটিংয়ের পর ব্লেসিং মুজারাবানির নেতৃত্বে বোলারদের সম্মিলিত দারুণ নিয়ন্ত্রিত বোলিং। তাতে বিশ্বকাপে ফেরার ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক জয়ে শুরু করল জিম্বাবুয়ে।
সোমবার হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের 'বি' গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান করে তারা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তুলতে সমর্থ হয় আইরিশরা।
লক্ষ্য তাড়ায় শুরুতেই রিচার্ড এনগাভারা ও মুজারাবানির তোপে দলীয় ২২ রানেই চারটি উইকেট হারিয়ে বড় চাপে পড়ে আয়ারল্যান্ড। পল স্টার্লিং ও লরকান টুকারকে বোল্ড করেন দেন এনগাভারা। আর অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ও হ্যারি টেকটরকে আরভিনের ক্যাচে পরিণত করেন মুজারাবানি।
তবে পঞ্চম উইকেটে কার্টিস ক্যাম্ফারকে নিয়ে দলের হাল ধরেন জর্জ ডকরেল। ৪২ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। ডকরেলকে বোল্ড করে এ জুটি ভাঙেন রাজা। এরপর গ্যারেথ ডিলানিকে নিয়ে দলের হাল ধরেন ক্যাম্ফার। স্কোরবোর্ডে ২৭ রান যোগ করেন এ দুই ব্যাটার। তবে এ জুটি ভাঙলে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। শেষ দিকে জশ লিটলকে নিয়ে অবিচ্ছিন্ন ৩২ রানের জুটি গড়ে কেবল হারের ব্যবধান কমান ব্যারি ম্যাককার্থি।
দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন ক্যাম্ফার। ডকরেল ও ডিলানি দুইজনের ব্যাট থেকে আসে ২৪ রান করে। ১৬ বলে ১টি চার ও ২টি ছক্কায় ২২ রানে অপরাজিত থাকেন ম্যাককার্থি। জিম্বাবুয়ের পক্ষে ২৩ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন মুজারাবানি। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন এনগাভারা ও টেন্ডাই ছাতারা।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। জস লিটলের তোপে শুরুতেই খালি হাতে ফিরে যান রেগিস চাকাভা। এরপর ক্রেইগ আরভিনকে নিয়ে দলের হাল ধরেন ওয়েস্লি মাধেভেরে। গড়েন ৩৭ রানের জুটি। মাধেভেরেকে ফিরিয়ে এ জুটি ভাঙেন লিটল। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না হতেই আরভিনকে তুলে নেন সিমি সিং। তাতে দারুণভাবে ম্যাচে ফেরে আইরিশরা।
দলীয় ৩৭ রানে তিন উইকেটে হারানো দলের হাল শন উইলিয়ামসকে নিয়ে ধরেন অভিজ্ঞ ব্যাটার সিকান্দার রাজা। স্কোরবোর্ডে ৪২ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। উইলিয়ামসকে ফিরিয়ে এ জুটি ভাঙেন সিমি। এরপর মিল্টন শুম্বাকে ৫৮ রানের আরও একটি দারুণ জুটি গড়েন রাজা। এরপর লুক জংবির সঙ্গে ৩৩ রানের আরও একটি জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন এ অভিজ্ঞ ব্যাটার।
ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন রাজা। ৪৮ বলের ইনিংসটি সাজাতে সমান ৫টি করে চার ও ছক্কা মেরেছেন তিনি। শেষ দিকে ১০ বলে ২০ বলের কার্যকরী একটি ক্যামিও খেলেন জংবি। মাধেভেরের ব্যাট থেকে আসে ২২ রান। আইরিশদের পক্ষে ২৪ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন লিটল। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন মার্ক অ্যাডাইর ও সিমি।
Comments