৬টি সেলাই লেগেছে শরিফুলের

চোট নিয়েই বিশকাপ দলে যোগ দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে বড় শঙ্কায় রয়েছে বাংলাদেশ দল। এরমধ্যেই আরও একটি দুঃসংবাদ শুনেছে টাইগাররা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোটে পড়া শরিফুল ইসলামের হাতে ছয়টি সেলাই লেগেছে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে নাও পাওয়া যেতে পারে তাকে।
শনিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি মাঠে আইসিসির অফিসিয়াল ওয়ার্মআপ ম্যাচে বাংলাদেশ দলের পারফরম্যান্স বেশ বিবর্ণ। ভারতের ১৮২ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে স্রেফ ১২১ রান করেছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে এই বিবর্ণ হারের চেয়েও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শরিফুলের চোট।
ম্যাচ শেষে শরীফুলকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। তার চোটের সবশেষ অবস্থা জানিয়ে বিসিবিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, 'শরীফুলের শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে।'
'মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে,' যোগ করেন এই চিকিৎসক।
অনেক দিন থেকেই মাঠের পারফরম্যান্স খুব একটা ভালো নয় বাংলাদেশের। বিশেষকরে ব্যাটিংয়ে। তবে বোলারদের দক্ষতায় লড়াই চালিয়ে যাচ্ছে টাইগাররা। সেখানে শরিফুলকে হারালে বড় ধাক্কায় খাবে টিম বাংলাদেশ। তবে দলের সঙ্গে বাড়তি পেসার হিসেবে সফর করছেন স্কোয়াডের বাইরে থাকা হাসান মাহমুদ।
Comments