জয়ের কৃতিত্ব 'জিনিয়াস' বুমরাহকে দিলেন রোহিত
ম্যাচের অধিকাংশ সময়ে নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের মুঠোতেই। শেষ পাঁচ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল কেবল ৪০ রান। হাতে ছিল সাত উইকেট। সেখান থেকে ম্যাচ ভারতের দিকে হেলে দেওয়ার মূল নায়ক পেসার জাসপ্রিত বুমরাহ। ম্যাচ শেষে তাই এই পেসারের উচ্ছ্বসিত প্রশংসায় মাতেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
অথচ টস হেরে আগে ব্যাটিং করে কেবল ১১৯ রান করেছিল ভারত। উইকেট কিছুটা ট্রিকি থাকলেও লক্ষ্যটা ছোট হওয়ায় জয় পাওয়াটা বেশ কঠিনই ছিল তাদের জন্য। তবে বুমরাহর নৈপুণ্যে কঠিন কাজটিও হয়ে যায় সহজ। কোটার চার ওভার বল করে মাত্র ১৪ রান খরচ করে তুলে নেন তিনটি উইকেট। তাও আবার উইকেট পেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং ইফতিখার আহমেদের মতো খেলোয়াড়ের।
ম্যাচ শেষে বুমরাহর প্রশংসা করতে সামান্য কৃপণতা করেননি অধিনায়ক রোহিত, 'সে (বুমরাহ) আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে। আমরা সকলেই জানি সে কি করতে পারে। তাকে নিয়ে বেশি কথা বলবো না। শুধু একটা কথা বলব, এবারের বিশ্বকাপে সে যেন এই মানসিকতা নিয়েই নিজের খেলা চালিয়ে যায়। সে একজন প্রতিভাবান ক্রিকেটার সেটা আমরা সবাই জানি। সে একজন জিনিয়াস।'
আর নিজেদের এমন বোলিং লাইনআপ তাদের আরও আত্মবিশ্বাসী করেছে জানিয়ে বললেন, 'এই ধরনের বোলিং লাইনআপ থাকার কারণে আপনি আপনার কাজটা করতে অনেক আত্মবিশ্বাস পেয়ে থাকেন। তারা যখন ব্যাটিং করছিল, আমরা সকলকে ডেকে বলেছিলাম যে আমাদের সঙ্গে যদি এমনটা (নিয়মিত উইকেট হারানো) হতে পারে, তাহলে তাদের সঙ্গেও এটা ঘটতে পারে। প্রত্যেকের সামান্য অবদান একটি বড় পার্থক্য তৈরি করে দিতে পারে।'
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে পাকিস্তান না খেললেও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিল ভারত। তাই উইকেট সম্পর্কে কিছুটা ধারণা ছিল তাদের। তবে শেষ ম্যাচের তুলনায় এদিনের পিচ অনেক ভালো ছিল বলেই জানান রোহিত।
'আমরা ভালোভাবে ব্যাট করিনি। আমাদের ইনিংসে মাঝেও আমরা ভালো অবস্থানে ছিলাম। তখন পর্যন্ত জুটি গড়তে পারিনি এবং ব্যাটিংয়ে কিছুটা পিছিয়ে ছিলাম। আমার মনে হয় এমন পিচে প্রতিটি রানই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে পিচে অনেক কিছু ছিল। গত ম্যাচে আমরা যে পিচে খেলেছিলাম তার তুলনায় এদিনের পিচ অনেক ভালো ছিল,' বললেন ভারতীয় অধিনায়ক।
Comments