বেনিফিট অব ডাউট পেতে পারত মালান: সালাউদ্দিন
ম্যাচ হারার দায় নিজেদের ব্যাটারদেরই দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুরুতে ভাল বল করতে না পারার ব্যর্থতাও দেখছেন তিনি। তবে নিজেদের বিপক্ষে যাওয়া একটি সিদ্ধান্ত নিয়ে হতাশার কথা আড়াল করেননি তিনি।
বিপিএলে শুক্রবার রাতে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৩৪ রানে হেরে আসর শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। রনি তালুকদারের বিধ্বংসী ইনিংসে ভর করে রংপুরের ১৭৬ রানের পুঁজি তাড়ায় নেমে তালগোল পাকায় কুমিল্লা।
লিটন দাস আউট হয়ে ফেরার পর তিনে নেমেই ঝড় তোলার আভাস দিয়েছিলেন দাবিদ মালান। ইংলিশ বাঁহাতি প্রথম বলেই মারেন ছক্কা, এরপর তার ব্যাট থেকে আসে আরও দুই বাউন্ডারি। মনে হচ্ছিল কুমিল্লার হয়ে কাজটা করে দেবেন তিনিই। তবে সিকান্দার রাজার বলে ভুল সময়ে বিদায় তার। পাওয়ার প্লের শেষ বলে শর্ট থার্ড ম্যানে আজমতুল্লাহ ওমরজাইর হাতে ধরা দেন তিনি। তবে মালানের আউট নিয়ে আছে সংশয়।
নিচু ক্যাচটা ওমরজাই পরিষ্কারভাবে নিতে পেরেছেন কিনা তা বোঝা যাচ্ছিল না। ক্যাচ নেওয়ার পর বল মাটিতে লেগেছিল কিনা তাও ছিল অস্পষ্ট। মাঠের আম্পায়াররা তাই সফট সিগন্যাল দিয়েছিলেন নট আউট। টিভি রিপ্লেতে খুব কম সময় নিয়ে সিদ্ধান্ত দিয়ে দেন তৃতীয় আম্পায়ার ডেভিড মিলন্স। সাধারণত মাঠের আম্পায়ার কোন সিদ্ধান্তে সফট সিগন্যাল নট আউট দিলে তা ওভারটার্ন করতে কনক্লুসিভ এভিডেন্সের দরকার হয়। মালানের ক্যাচের বেলায় সেই সংশয় দূর না করেই আসে সিদ্ধান্ত।
ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এই নিয়ে প্রশ্নে প্রতিক্রিয়া দেন সালাউদ্দিন, 'আমাদের মনে হয়েছে এটা নিয়ে ডাউট ছিল। মাঠের আম্পায়ার যেহেতু সফট সিগন্যাল নট আউট দিয়েছিলেন বেনিফিট অব ডাউট ব্যাটসম্যান পেতে পারত। এখন তো আর আউট ফিরিয়ে নিতে পারব না। যা হওয়ার হয়ে গেছে। এরকম দু'একটা সিদ্ধান্ত হবে। এসব মেনে নিয়ে আমাদের খেলতে হবে।'
Comments