এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি আজম খানের
পেস বোলারদের বিপক্ষে যেভাবে হাঁটু গেঁড়ে সুইপ করছিলেন আজম খান, তাতে মনে করিয়ে দিচ্ছিলেন সাবেক এক পাকিস্তানি ক্রিকেটারের কথা। এক সময়ের হার্ডহিটার ব্যাটার মঈন খান হরহামেশাই মারতেন এমন শট। এদিন তেমন ভাবে মারলেন তার ছেলে আজম খান। করলেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি মেরে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উদযাপন করলেন এ পাকিস্তানি।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলেন আজম। তার ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান তুলেছে তার দল খুলনা টাইগার্স।
মৃত্যুঞ্জয় চৌধুরীর করা ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে নিজের সেঞ্চুরি পূরণ করেন তিনি। শেষ বলেও মেরেছেন আরেকটি। সবমিলিয়ে ছক্কা মেরেছেন ৮টি। ৫৮ বলের ইনিংসে চার রয়েছে ৯টি।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামা দলীয় ১২ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল খুলনা। এরপর উইকেটে আসেন আজম। জুটি বাঁধেন অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবালের সঙ্গে। ৯২ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন এ পাক ব্যাটার। এরপর তামিম ফিরে গেলে এক প্রান্তে ঝড় তুলে সেই ভিতে ইমারত গড়েন নিজেই। খুলনা পায় চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতো পুঁজি।
সবমিলিয়ে এটা বিপিএলের ২৬তম সেঞ্চুরি। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে বিপিএলে সবার আগে সেঞ্চুরি করেছিলেন আহমেদ শেহজাদ। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরেই সেঞ্চুরি করেছিলেন তিনি। যা বিপিএলের দ্রুততম সেঞ্চুরিও বটে। দ্বিতীয় পাকিস্তানি ব্যাটার হিসেবে এদিন সেঞ্চুরি করলেন আজম।
Comments