টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়ের অভিষেক
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ দল। আগের দিন চোখে চোট পাওয়া মেহেদী হাসান মিরাজের নেই একাদশে। তবে অভিষেক হচ্ছে আরেক তরুণ তৌহিদ হৃদয়ের।
রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হওয়া হৃদয় এবার পেলেন ওয়ানডে ক্যাপও। ১৪০তম খেলোয়াড় হিসেবে বাংলাদেশের জার্সি পরে খেলছেন এ ব্যাটার।
তবে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলা একাদশ থেকে পরিবর্তন এসেছে ৪টি। মাহমুদউল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলাম স্কোয়াডে না থাকায় এ দুই পরিবর্তন অনুমিতই ছিল। চোখের চোটে বাদ পড়েছেন মিরাজ। এছাড়া বাদ দেওয়া হয়েছে আফিফ হোসেনকে। তাদের জায়গায় খেলছেন হৃদয়, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, হ্যারি টেক্টর, লোরকান টাকার ও পল স্টার্লিং।
Comments