দলের সবাই বিশ্রামে, অনুশীলনে একা তামিম

টিম বাস থেকে নেমেই ইনডোরে ঢুকে পড়েন তামিম। থ্রো ডাউন ও বোলিং মেশিনে ব্যাটিং করেন প্রায় ঘণ্টাখানেক। মাঝে তাকে অনেকটা সময় নানা পরামর্শ দিলেন কোচ হাথুরুসিংহে।

সিলেটের আকাশে আজ সকাল থেকে মেঘের ঘনঘটা। গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে সকাল থেকেই। মাঝে কয়েক দফা হয়ে গেল মুষলধারেই। এমন দিনে মনে পড়ে কবিগুরুর সেই কবিতার একটি লাইন, 'ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।' এমন দিনেই তো বিশ্রাম নেওয়ার মোক্ষম সময়। ছিলেনও সবাই। কেবল একজন ব্যতিক্রম। তিনি টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান।

গত বছরের আগস্টে জিম্বাবুয়ে সিরিজ থেকে ফেরার পর তামিম মাঝে লম্বা সময় ছিলেন ইনজুরিতে। মিস করেছেন ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ। এরপর ফিরেছিলেন ইংল্যান্ড সিরিজে। কিন্তু ব্যাটে নেই পুরনো ঝলক। সেট হয়েছিলেন তিন ম্যাচেই। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। আর আগের দিন আয়ারল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন দৃষ্টিকটুভাবেই।

অথচ আগের দিন ব্যাটিংয়ে বাংলাদেশ ছিল দুর্দান্ত। গড়েছে রেকর্ড স্কোর। তাতে পেয়েছে রেকর্ড ব্যবধানে জয়ও। এমন জয়ের পর আজ রোববার ছুটিতে ছিল পুরো দল। যদিও ঐচ্ছিক অনুশীলন করার সুযোগ ছিল। কিন্তু সিলেটের আবহাওয়া যেন আটকে দিল তাও। কিন্তু আটকে থাকেননি তামিম। একাই চলে এসেছেন অনুশীলনে।

মূলত আগের দিনের ব্যর্থতাই যেন তাড়া দিয়েছে তামিমকে। অফ স্টাম্পের বেশ বাইরে থাকা বলে ড্রাইভ করতে যেভাবে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন স্টার্লিংয়ের হাতে, তাতে দুশ্চিন্তায় পড়বেনই না কেন? তাই এদিন সকালে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে সঙ্গে নিয়ে চলে এসেছেন মাঠে। সঙ্গে ছিলেন দলের লজিস্টিক ম্যানেজার ও তার বড় ভাই নাফিস ইকবালও।

টিম বাস থেকে নেমেই ইনডোরে ঢুকে পড়েন তামিম। থ্রো ডাউন ও বোলিং মেশিনে ব্যাটিং করেন প্রায় ঘণ্টাখানেক। মাঝে তাকে অনেকটা সময় নানা পরামর্শ দিলেন কোচ হাথুরুসিংহে। কথা বললেন হেরাথের সঙ্গেও। হয়তো কোথাও ভুলটা হচ্ছে জেনে নেওয়ার চেষ্টা। তবে অনুশীলনে বেশ সাবলীল ব্যাটিং করেছেন তামিম। এখন মাঠে সেটা করে দেখানোই মূল লক্ষ্য।  

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

1h ago